নিজস্ব প্রতিবেদক, বীরভূম, আপনজন: লোকসভা ভোটের মুখে বীরভূমের পাঁচজন কংগ্রেস নেতাকে দলবিরোধী কাজের অভিযোগে ও বিজেপির সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে দল থেকে বহিস্কার করল দল। ঘোষণা করলেন কংগ্রেসের জেলা সভাপতি তথা দলের লোকসভা ভোটের প্রার্থী মিল্টন রশিদ। যদিও কংগ্রেসের বিরোধীতা করেননি বলে দাবি করলেন সদ্য সাসপেন্ড হওয়া মৃণাল বোস। তিনি দাবি করলেন অধীর চৌধুরী আমাকে সাসপেন্ড করতে পারেন না। এআইসিসি একমাত্র সাসপেন্ড করতে পারে।মিল্টন রশিদ বলেন, বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর থেকে দলের কেউকেউ কংগ্রেসের ক্ষতি করার চেষ্টা করছে। বিজেপি প্রার্থী দেবাশীষ ধর অতীতে বীরভূমের পুলিশ আধিকারিক ছিলেন। সেজন্য কোনো কোনো নেতার সঙ্গে তার সখ্যতা ছিল। আর তাই তার নাম ঘোষণার পর কংগ্রেসের মুখোশ পরে ঘুরছিলো এরা। অধীর চৌধুরী সবকিছুর জট কাটালেন। অধীর চৌধুরীর অনুমতি নিয়ে জেলা কংগ্রসের মিটিং করেছি। দলবিরোধী কাজ বরদাস্ত করা হবেনা। নাম আমি পাঠাই নি এআইসিসির কাছে। অধীর চৌধুরী সাসপেন্ড করেছেন মৃণাল বোস (জেলা কার্যকরী সভাপতি) , সঞ্জয় অধিকারী (প্রাক্তন জেলা সভাপতি), অপুর্ব চৌধুরী (পিসিবি মেম্বার), রথিন সেন (পিসিবি মেম্বার), সত্যব্রত ভট্টাচার্য (পিসিবি মেম্বার)। এই ঘটনাটি কেন্দ্র করে বীরভূমের রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct