সুরজীৎ আদক, আমতা, আপনজন: আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে সোমবার আমতা কেন্দ্রের পার বাকসিতে দলের পক্ষ থেকে এক বর্ধিত কর্মীসভার আয়োজন করা হয়।সভা থেকে মন্ত্রী পুলক রায় জানান,’বাম আমলে ছ’বার কুলিয়া সেতুর শিলান্যাস হয়েছিল,কিন্ত মানুষ সেতু দেখতে পায়নি! বরং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমতার বাকসির মাঠে সুকান্ত পালের সমর্থনে সভা করেছিলেন। তখন তিনি ঘোষণা করেছিলেন,এই বিধানসভা কেন্দ্রে সুকান্ত পাল এবং উলুবেড়িয়ার লোকসভা আসনে সাজদা আহমেদ জয়ী হলে তিনি কুলিয়া-বাকসি সেতু নির্মাণ করে দেবেন।তাই মুখ্যমন্ত্রী শুধুমাত্র সেতু নির্মাণ করেননি,বরং এই মুহূর্তে কুলিয়া সেতুর কাজ চলছে।এবং আমরা আশাবাদী আগামী এক বছরের মধ্যে এই সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সেই সঙ্গে হাওড়া জেলার মূল ভূখণ্ডের সঙ্গে ভাটোরা দ্বীপের যোগাযোগ-ও সম্পূর্ণ হবে। মন্ত্রীর বলেন, আমতা কেন্দ্রের ২৯২ টা বুথের সবকটিতেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে। জয়ের লক্ষ্যমাত্রা ৫২ হাজার ভোটের লিড বেঁধে দেন মন্ত্রী। পুলক রায়।এই সভায় মন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের প্রার্থী সাজদা আহমেদ, আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমুল আলম,হাওড়া গ্রামীণ জেলার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়,গ্রামীণ জেলার তপসিলী সভাপতি তরুণ দোলুই,সংখ্যালঘু সেলের সভাপতি সেখ জুবের আলম,ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct