মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: খেতে গিয়েছিলেন ক্যাপসুল মুখে লাগানো ছিল কৃত্রিম দাঁত। আর এই দাঁত গলায় আটকে মর্মান্তিক মৃত্যু হল খণ্ডঘোষ থানার কাঁটা পুকুর গ্রামের সেখ শমসের আলম নামের এক বৃদ্ধের। অসুস্থ হ্যান্ডিক্যাপ শমসের আলম প্রাণবন্ত জীবন যাপন করছিলেন। অ্যাক্সিডেন্টে কাটা গিয়েছিল পা বহুদিন আগে কিন্তু সেই পা কাটা নিয়ে তার ছিল না কোন আফসোস। স্বাভাবিক জীবনযাপন করছিলেন। অন্য অনেক মানুষের থেকে তিনি স্বাভাবিক ছিলেন এবং কর্মক্ষম ছিলেন। এই রমজান মাসে রোজা খোলার পর অসুস্থতার কারণে ক্যাপসুল খেতে গিয়ে ক্লিপ লাগানো বাঁধানো দাঁত গলায় আটকে যায়। সেই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।সেখানে ব্যবস্থা না হওয়ায় বর্ধমান শহরের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা বাধানো দাঁত বার করার চেষ্টা করেন কিন্তু সেই সব চেষ্টা বৃথা করে মৃত্যু মুখে ঢলে পড়েন শেখ শমসের আলম। তার ছেলে শেখ লাল্টু বলেন প্রথম থেকে কোন সমস্যা ছিল না কিন্তু এই বেসরকারি নার্সিংহোমে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেন দাঁত বার করার কিন্তু সেই দাঁত বার করতে গিয়েই মৃত্যুর মুখে ঢলে পড়েন তার আব্বা শেখ শমসের আলম। এই খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুধুমাত্র অসাবধানতায় মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে তার জ্বলন্ত প্রমাণ সেখ শমসের আলম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct