নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: ফের উত্তপ্ত পুরাতন মালদার সাহাপুর এলাকার মন্ডলপাড়া এলাকায়। জানা গেছে সংশ্লিষ্ট এলাকার তাপস দাস নামে বছর ত্রিশের এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয় এবং আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে ৩০০ মিটার দূরত্বে। আর এই ঘটনার পর রীতিমতো এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীদের গ্রেফতার এর দাবি তুলে সকাল থেকেই পথ অবরোধের শামিল হন পরিবারসহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। পরিবারের লোকেদের বক্তব্য পুলিশ তাদেরকে আশ্বাস দেয় যে আজ বিকেল পাঁচটা পর্যন্ত সেই দুষ্কৃতীদেরকে গ্রেফতার করবে। সেই সময় তাদের অবরোধ তুলে নেন। এদিকে বিকেলে বাড়ি ফিরে ওই যুবকের নিথর দেহ বাড়ি ফিরতেই শোকের বন্যায় ভেসে পড়ে পরিবার সহ গোটা এলাকা। এখন পর্যন্ত দোষীরা গ্রেফতার হয়নি এবং দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে ফের ছাতিয়ান মোড় এলাকায় নালাগোলা রাজ্য সড়কে মৃতদেহ রেখে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন এলাকার মানুষজনেরা। তাদের বক্তব্য যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানান পরিবারবর্গরা। পথ অবরোধের ফলে জন্য যানজটের সৃষ্টি হয়।অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মালদা থানার আইসি সহ পুলিশ বাহিনী। পুলিশী আশ্বাসে অবরোধটি তুলে নেন। যদিও এখনো অধরা রয়েছে সেই দুষ্কৃতীরা। এদিকে,ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হলো ৩০ থেকে ৩৫ বিঘা গমের জমি। মালদা জেলার গাজোল ব্লকের বাবুপুর অঞ্চলের কালবৈশাখী আবহাওয়ায় একাধিক কৃষকের গমের জমি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হলো, ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। কৃষক সূত্রে এমন টাই জানা যায় যে বাবুপুর জলঙ্গা গ্রামে দীপ কল সংলগ্ন কৃষকের গমের জমিতে কে বা কাহারা সিগারেট বা বিড়ি খেয়ে ফেলে দেয়। তা থেকে আগুন লেগে কৃষকের জমি ভস্মীভূত হয়ে যায়। আনুমানিক ৩০ থেকে ৩৫ বিঘা জমি ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা। এরপর গ্রামবাসী ও কৃষকরা গমের জমিতে আগুন লাগা চোখে পড়তেই , তড়িঘড়ি গ্রামবাসীরা দমকল বাহিনীকে খবর দেয়। আতঙ্কে এরপর সকল গ্রামবাসী মিলে বালতি কলসি ও মিনি জলের মেশিন দিয়ে গমের জমির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গম চাষিরা ও গ্রামবাসীরা আগুন নিমন্ত্রণে না নিয়ে আসতে পারলে এলাকার সব থেকে গমের জমি ভস্মীভূত হয়ে যেত। বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেল আর সকল কৃষকেরা। গম চাষি কৃষকরা আরও জানান, তারা ঋণের বোঝা মাথায় করে গম লাগিয়েছিলেন লাভের আশায়। কৃষকদের এখন বর্তমান মাথায় হাত। গন চাষিরা জানান তাদের এই ক্ষয়ক্ষতি বিষয়ে সরকারি আর্থিক সহায়তা করলে কিছুটা রক্ষা পেতেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct