আপনজন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নেতৃত্বে ফেরানো হয়েছে বাবর আজমকে। নতুন অধিনায়কের নাম ঘোষণার পর আগের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদির একটি বিবৃতি প্রকাশ করে পিসিবি। বিবৃতি শাহিন আফ্রিদির নয়। পিসিবি মনগড়া কথা লিখে প্রকাশ করেছে। রোববার পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় বাবর আজমকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর গ্রিন ক্যাপদের তিন ফরম্যাটের নেতৃত্ব হারিয়েছিলেন তিনি। এরপর টি-টোয়েন্টির নেতৃত্বে আসেন পেসার শাহিন শাহ আফ্রিদি। টেস্ট অধিনায়ক করা হয় শান মাসুদকে। বাবর রঙিন পোশাকের নেতৃত্বে ফেরায় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারান শাহিন আফ্রিদি। ক্রিকইনফোর খবর, বাবরকে অধিনায়ক ঘোষণার পর পিসিবি শাহিনের একটি ভুয়া বিবৃতি প্রকাশ করে। যেখানে শাহিন বলেন, ‘পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব করতে পারাটা চূড়ান্ত সম্মানের। সবসময়ই এই স্মৃতি ও সুযোগ লালন করে যাব। দলের খেলোয়াড় হিসেবে অধিনায়ক বাবর আজমকে সমর্থন জানানো আমাদের কর্তব্য। আমি তার নেতৃত্বে খেলেছি এবং তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। মাঠ এবং মাঠের বাইরে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা সবাই এক। আমাদের লক্ষ্যও একটাই, পাকিস্তানকে বিশ্বের সেরা দল বানানো।’ ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, মিথ্যা বিবৃতি প্রকাশের পর পিসিবির ওপর বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন শাহিন আফ্রিদি। এ ব্যাপারে নাকি পাল্টা আরেকটি বিবৃতি দিতেও চেয়েছিলেন তিনি। তবে জরুরি ভিত্তিতে কথা বলে তাকে থামিয়েছে পিসিবি। আফ্রিদি অবশ্য দমেননি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করার কথা তার। বাবর আজমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে শাহিন শাহ আফ্রিদির। ক্রিকইনফো জানিয়েছে, বাবরকে নেতৃত্বে ফেরানো নয়; বরং যেভাবে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে, তাতে খুশি নন আফ্রিদি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর দায়িত্ব পেয়ে পাকিস্তানকে মাত্র একটি সিরিজেই নেতৃত্ব দেন শাহিন আফ্রিদি। নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct