অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং বালুরঘাট বিএড কলেজের সহযোগিতায় বালুরঘাট বিএড কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হলো “নেচার ম্যান সিমবায়োসিস : অ্যান অ্যাভিনিউ টু সাসটেইনেবিলিটি” শীর্ষক একদিনের সেমিনার। এই সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত মিত্র। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আগামী পৃথিবীকে বাসযোগ্য রাখতে সাধারণ মানুষের কি করা উচিত এবং কি করা উচিত নয়, তার উপর বিস্তারিত আলোকপাত করেন অধ্যাপক সুশান্ত চক্রবর্তী। সেমিনারের শুরুতে কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ সমবেত সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তারপর উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির ভাষণে অধ্যাপক দেবব্রত মিত্র বলেন, ‘এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে সকলের সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে ছাত্র-ছাত্রী যারা রয়েছে তাদের আগামী প্রজন্মের জন্য অনেক কিছু করা প্রয়োজন।’ বালুরঘাট বিএড কলেজের কর্ণধার ড. নব কুমার দাস জানান, ‘এমন আয়োজন করতে পেরে কলেজ কর্তৃপক্ষ গর্বিত।’ এদিনের অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মন্দিরা রায়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস, বালুরঘাট বিএড কলেজের প্রিন্সিপাল ববি মহন্ত, অধ্যাপক আশিস দাস, হরিপদ সাহা সহ আরো অনেকে। এদিনের এই সেমিনারে অধ্যাপক সুশান্ত চক্রবর্তীর হাতে সূরজ দাশের সাম্প্রতিক লেখা গবেষণাধর্মী গ্রন্থ ‘দক্ষিণ দিনাজপুর জেলার জলসম্পদ’ গ্রন্থটি তুলে দেয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct