মুহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ্ উরফে ভিক্টরের সমর্থনে যোগদান সভা করণদিঘী বিধানসভার মহেশপুর ফুটবল মাঠে। একই দিনে মহেশপুর বাজার জুড়ে জনসংযোগ করেন তিনি। এ প্রসঙ্গে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ্ ওরফে ভিক্টর জানান, শাসক দল থেকে প্রায় হাজারের ওপর পরিবার কংগ্রেসে যোগদান করেছেন। যে পরিস্থিতি তৈরী হচ্ছে তাতে মানুষ বুঝতে পারছেন তৃণমূল বিজেপি এক হয়ে জনবিরোধী আইন তৈরী এবং জনবিরোধী কাজ হচ্ছে। তাই বিকল্প রাস্তা কংগ্রেস এবং বামজোট। বাম সরকার উন্নয়নমূলক কাজ করেছিল বলেই ৩৪ বছর রাজত্ব করেছে। তাছাড়াও কংগ্রেসের হাত ধরেই উত্তর দিনাজপুরে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটেছে। ধর্মের রাজনীতি মমতা এবং মোদী করে কিন্তু দেশ পরিচালনার কাজ কংগ্রেস করে। এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ্ উরফে ভিক্টর, কংগ্রেস নেতা হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, রাজ্যে কংগ্রেস কমিটির সদস্য আবু বাক্কার, করণদিঘী ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম, সিপিআইএম মোহন লাল সিংহ, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বরজাহান আলম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct