আপনজন ডেস্ক: ষষ্ঠ শ্রেণির এক ছাত্র শিক্ষকের পা ছুঁতে না চাওয়ায় জাতিবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে উত্তরপ্রদেশের প্রাথমিক স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিশুটির বাবা অকালজিৎ তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁর ছেলে মণীশের চোখে গুরুতর আঘাত লেগেছে এবং শিক্ষকের হাতে মারধরের সময় পিঠে আঘাত লেগেছে। বাবার অভিযোগের ভিত্তিতে উরওয়া থানা এলাকার মুররপুর প্রাথমিক বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক রবিশঙ্কর পান্ডের বিরুদ্ধে এসসি/এসটি আইনে মামলা দায়ের করা হয়েছে।অকালজিতের মতে, ২৭ মার্চ অবকাশের সময় স্কুলে ঘটনাটি ঘটেছিল যখন পান্ডে মণীশকে সম্মান জানানোর রীতি হিসাবে তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে বলেছিলেন। ছেলেটি তা করতে অস্বীকার করলে শিক্ষক তাকে তুলে নিয়ে মেঝেতে আছড়ে পড়ার আগে লাথি ও ঘুষি মারেন বলে অভিযোগ। অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আঘাত পাওয়ার পর মণীশ কান্নাকাটি শুরু করলে ওই শিক্ষক তাকে গালিগালাজ করেন এবং স্কুল থেকে বহিষ্কারের হুমকিও দেন।অকালজিৎ আরও অভিযোগ করেছেন যে এই ঘটনায় তার ছেলের চোখের ভিতরের আস্তরণ ক্ষতিগ্রস্থ হয়েছে।পুলিশ সুপার জিতেন্দ্র কুমার জানিয়েছেন, অকালজিতের অভিযোগের ভিত্তিতে রবিবার একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে।বেসিক শিক্ষা অধিকার (বিএসএ) রমেন্দ্র কুমার বলেছেন যে মামলাটি তার নজরে এসেছে এবং বিষয়টি নিরপেক্ষতার সাথে তদন্ত করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct