আপনজন ডেস্ক: ভোটের সময় সব ইভিএম মেশিনে ভোটার-ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল (ভিভিপিএটি) স্লিপের ব্যবস্থার দাবিতে দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে (ইসিআই) নোটিশ দিয়েছে।বর্তমান প্রক্রিয়া অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রে পাঁচটি বিচ্ছিন্ন নির্বাচিত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) দেওয়া ভোটের মাধ্যমেই ভিভিপ্যাট যাচাই করা হয়। এই মামলায় আবেদনকারী আবেদন করেছেন যে প্রতিটি ইভিএম ভোট ভিভিপ্যাট স্লিপের মাধ্যমে গণনা করা উচিত।আবেদনকারী আরও অনুরোধ করেছেন, ভোটারদের তাদের ভোট সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য ভিভিপ্যাট দ্বারা উৎপাদিত স্লিপগুলি ব্যালট বাক্সে রাখার অনুমতি দেওয়া হোক। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত অন্যান্য বিচারাধীন বিষয়ের সঙ্গে এই আবেদনকে ট্যাগ করে।কমিশনের নির্দেশিকা অনুযায়ী বিচ্ছিন্নভাবে ভিভিপ্যাট যাচাইকরণ করার কথা। তার বিরুদ্ধে আর্জি জানানা আইনজীবী এবং সমাজকর্মী অরুণ কুমার আগরওয়াল। আগরওয়াল যুক্তি দিয়েছিলেন যে এই প্রক্রিয়াটি অপ্রয়োজনীয় বিলম্ব ঘটায়।জানুয়ারির শেষে, কংগ্রেস জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের সমালোচনা করেছিল যে তারা নির্বাচনে ভিভিপ্যাটের আরও বেশি ব্যবহারের দাবিতে বিরোধী ইন্ডিয়া জোটের নেতাদের সাথে দেখা করতে অস্বীকার করেছিল। এটিকে “অবিচার” বলে অভিহিত করে বলেছিল, এই প্রক্রিয়া গণতন্ত্রের একেবারে ভিত্তিতেই আঘাত করেছে।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও বলেন, জাতীয় ভোটার দিবস জনগণের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের স্বাধীনতা প্রয়োগ করে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।দলের সাংসদ তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “ভিভিপ্যাট ভোটার-ভেরিফায়েড পেপার অডিট ট্রেইল ছাড়া আর কিছুই নয়। নির্বাচন কমিশনের এই ক্রমাগত প্রত্যাখ্যান একটি অবিচার যা আমাদের গণতন্ত্রের একেবারে ভিত্তিতেই আঘাত করে। ভোটারদের তাদের ভোট সঠিকভাবে রেকর্ড করা হয়েছে কিনা তা যাচাই করার অধিকার আছে।
২০২২ সালের মার্চ মাসে, পাঁচটি বিধানসভা নির্বাচনের ভোট গণনার দু’দিন আগে, সুপ্রিম কোর্ট প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভিভিপ্যাট পেপার স্লিপের বাধ্যতামূলক যাচাইয়ের উদ্দেশ্যে বিচ্ছিন্নভাবে নির্বাচিত ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর নির্দেশ চেয়ে একটি আবেদনের জরুরি তালিকা মঞ্জুর করতে অস্বীকার করেছিল।সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের প্রতিক্রিয়ায় রমেশ আরও একবার এক্স-এ পোস্ট করেছেন, “এটা ক্রমাগত পুনরাবৃত্তি করা হচ্ছে যে নির্বাচন কমিশন ভারতীয় দলের নেতাদের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করতে অস্বীকার করেছে, যারা ইভিএমের প্রতি জনগণের আস্থা বাড়াতে এবং নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা নিশ্চিত করার জন্য ১০০ শতাংশ ভিভিপ্যাটের দাবি করে আসছে। কেন্দ্রকে দেওয়া সুপ্রিম কোর্টের নোটিশটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। তবে এটি অর্থবহ হওয়ার জন্য বিষয়টি নির্বাচন শুরু হওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত।উল্লেখ্য, বারে বারে বিজেপি বিরোধী দলগুলি অভিযোগ করে আসছে ইভিএমে কারচুপির বিরুদ্ধে। এর আগে ইভিএমের যে কোনও বোতাম টিপলে পদ্মফুলে ছাপ মারার অভিযোগ উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু জায়গার ইভিএম পরিবর্তন করতে বাধ্য হয়েছিল নির্বাচন কমিশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct