আপনজন ডেস্ক: বিহার বোর্ড রবিবার ম্যাট্রিকুলেশন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবার বোর্ড ৫১ জন টপারের তালিকা প্রকাশ করেছে। এতে বিহারের গোপালগঞ্জের কৃষকের মেয়ে ফাতেমা নিসারও রয়েছে। সেমোট ৪৮২নম্বর পেয়ে সমগ্র রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। গোপালগঞ্জের থাওয়ে ব্লকের মীর আলিপুর গ্রামের বাসিন্দা নিসার আহমেদের মেয়ে ফাতিমা ডিএভি হাইস্কুলের ছাত্রী এবং প্রথম থেকেই পড়াশোনায় ভালো।মা আমিনা খাতুন জানান, তার পাঁচ মেয়ে রয়েছে। কৃষকের মেয়ে ফাতিমার প্রতিভা দেখে স্কুলের শিক্ষকরা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে সে ভালো নম্বর নিয়ে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হবে। রবিবার যখন বোর্ড বিহারের ফলাফল প্রকাশ করে, ফাতিমা এবং তার পরিবার ফলাফলে ভীষণ খুশি হয়। তার এই সাফল্যের খবরের পর স্কুল শিক্ষক বিজয় আর্য বাড়িতে পৌঁছে ফাতিমাকে অভিনন্দন জানান। প্রিন্সিপাল অজয় আর্য বলেন, এর আগেও বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করে রেকর্ড গড়েছে স্কুলটি। এবার ফাতেমা গড়ল। ফাতেমা নিসার জানায়, ডাক্তার হয়ে সে দেশের দরিদ্রদের সেবা করতে চায়। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সে তার বাবা-মা এবং শিক্ষকদের প্রকৃত কৃতিত্ব বলে অকপট জানায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct