নিজস্ব প্রতিনিধি, আপনজন: কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির একাধিক জায়গা। রবিবার বিকেল পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের ।আহত কমপক্ষে ৩০ জন । মৃত দুজন হলেন দ্বিজেন্দ্র নারায়ন সরকার (৫২) এবংঅনিমা বর্মণ (৪৯)।কয়েক মিনিটের ঝড়ে রবিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ির একাধিক জায়গা। রবিবার দুপুরে আচমকা বৃষ্টি তার সঙ্গে ঝড়ো হওয়া আর যার জেরে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির বার্নিশ গোশালা মোড় সহ জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকার। একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত। আহতদের দমকল কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে রবিবার সন্ধ্যের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসবে ঝড়- বৃষ্টি । কলকাতার ক্ষেত্রে রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা আজকের থেকে একটু বেড়ে গিয়ে হতে পারে২৭ ডিগ্রি সেলসিয়াস। ২ এপ্রিল এবং ৩ এপ্রিল কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ৪ এপ্রিল থেকে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে।সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলিয়াস। ৫ তারিখে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আরো বেরে হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গতে সোম ও মঙ্গলবারএই দিনগুলো উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় যেরকম - দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় ৩২-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গতে রবিবার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং প্রতি ঘন্টায় ৩২-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার বওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হল - পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা। এর পরবর্তী ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রধানত শুষ্ক আবহাওয়া জারি থাকবে। দক্ষিণবঙ্গের দু-তিন ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বাতাসের আদ্রতা বেশি থাকার কারণে সর্বোচ্চ তাপমাত্রা বেশি অনুভূত হবে। ১ লা এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে ৪০ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct