সদ্য শেষ হল বাঙালীর সেরা উৎসব দুর্গাপূজা। যদিও শান্তিপ্রিয় বাঙালির মধ্যে এই উৎসবের আমেজ এখনও বিরাজমান। এমন এক আবহে বিজয়া দশমীর দিনে ভক্তদের মাথায়-পিঠে পা দিয়ে আশীর্বাদ করে বিতক সূষ্টি করলেন একজন পুরোহিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কয়েকটি গাড়ির সামনে বসে সারি হয়ে বসে আছেন কিছু লোকজন। লাল ধুতি পরিহিত এক পুরোহিত গিয়ে দাঁড়াচ্ছেন বসে থাকা ওইসব লোকদের সামনে। তারপর নিজের পা তুলে দিচ্ছেন তাদের মাথায়। এরপর তাদের ঘাড়ে একটি হালকা লাথি দিয়ে দিচ্ছেন নিজের আশীর্বাদ। পরে জানা যায়, ভিডিওটি ওড়িশার খুরদা অঞ্চলে বিজয়া দশমীর দিনে তোলা হয়েছে। ওই সময় তাদের মধ্যে একটি শিশুও ছিল। পুরোহিত তার মাথা ও ঘাড়ে পা দিয়ে আশীর্বাদ করে চলে যাওয়ার পর তাকে মাথা ও ঘাড় থেকে ধূলা ঝাড়তে দেখা যায়। পুরোহিতের এহেন আশীর্বাদে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। যদিও পা দিয়ে আশীর্বাদ করা ওই পুরোহিত এর মধ্যে দোষের কিছু দেখছেন না। তিনি মনে করেন, এটা একটি প্রাচীন প্রথা। ভক্তরা নিজেদের মাথায় পা ছুঁইয়ে পাপ থেকে মুক্ত হন। এতে অপমানের কিছু নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct