সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রাজ্যর এক মাত্র আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই বলে আসছেন দল যদি তাকে সুযোগ দেই তাহলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে নির্বাচনে লড়াই করার জন্য মানসিক ভাবে প্রস্তুত আছেন বলে জানিয়ে আসছেন,কিন্তু তাদের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করা হলে সেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেননি তবে এখনও সময় আছে নওশাদ সিদ্দিকীর নাম ঘোষণা করার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।শনিবার বিকেলে মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর হয়ে ডোমকলে ভোট প্রচারে এসে আরেকবার তিনি জানান যে এখনও আগের জাগায় তিনি রয়েছে এখনও পর্যন্ত মানসিক ভাবে প্রস্তুত অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচনে লড়াই করার জন্য।এবার স্বচ্ছতায় মানুষের ভরসা এই স্লোগান তুললেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদের ডোমকলে নির্বাচনী প্রচারে এসে বলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিবাজ স্বৈরাচারী দল তৃণমূল তাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছি আর চলবে। আসন্ন লোকসভার ভোটকে পাখির চোখ করে ভোট প্রচারে ডোমকলে এলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার মুর্শিদাবাদ লোকসভার আইএসএফ প্রার্থী হাবিব সেখের সমর্থনে ডোমকলে কর্মীসভা করেন তিনি আর এই কর্মীসভা থেকে বিজেপি আর তৃণমূলকে একের পর এক কড়া ভাষায় আক্রমণ করেন। ডোমকল এআরডি হলের এই সভায় তৃণমূল ও বিজেপির বিভিন্ন দুর্নীতি ও সাম্প্রদায়িকতা নিয়ে বক্তব্য রাখেন নওশাদ সিদ্দিকী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে মুর্শিদাবাদ কেন্দ্রের তাদের দলীয় প্রার্থী তুলে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না,কারণ যে জোটের কথা বলা হচ্ছে সেই জোট আগে করুক তার পরে এইসব কথা বলবে ।দলীয় প্রার্থীর হয়ে সব রকম ভাবে লড়াই করার আহবান করেন তিনি ।নওশাদ আরো বলেন এই জেলা পিছিয়ে পড়া জেলা আর সেই জেলার কথা পার্লামেন্টে গিয়ে তুলে ধরার জন্য যদি মানুষ সুযোগ দেই তাহলে নিশ্চয় আমাদের প্রার্থী কে জয়ী করবেন সাধারণ ভোটার,এবং এলাকার মানুষের কথা তুলে ধরবে পার্লামেন্টে গিয়ে বলে তিনি জানান।তিনি আরো বলেন যদি আমার সঙ্গে বিধান সভার আরো বেশি আমাদের
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct