সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ আবু তাহের খান কে আবারও প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেসের সমর্থনে বামেরা এই আসনে প্রার্থী করেছে সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম কে। প্রার্থী হিসেবে নাম প্রকাশ হওয়ার পর থেকেই তিনি মুর্শিদাবাদ লোকসভার বিভিন্ন এলাকায় শুরু করেছেন নির্বাচনী প্রচার। গত ১৮ই মার্চ গভীর রাতে কলকাতার গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ে। মৃত্যু হয় ১২ জন পরিযায়ী শ্রমিকের। যার মধ্যে ভগবানগোলা থানার ছক্কানগর গ্রামের নাসিমুদ্দিন শেখ বহুতলে চাপা পড়ে নিহত হন। দুর্ঘটনার পর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরিবারের অভিযোগ, ‘এখনও পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি, এমনকি টাকা ধার করে মৃতদেহ নিয়ে আসতে হয়েছে কলকাতা থেকে।’ শনিবার দুপুর নাগাদ ছক্কানগরের সেই মৃত পরিযায়ী শ্রমিক নাসিমুদ্দিন শেখের বাড়িতে যান মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct