জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: হুগলির লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রুপালি পর্দা থেকে একেবারে রাজনীতির ময়দানে, রোজ দিনই সকাল সকাল বেরিয়ে পড়ছেন ভোট প্রচারে, আজ সকালে চুঁচুড়া বিধানসভার সুগন্ধ পঞ্চায়েতের আমদাবাদে একটি কালী মন্দিরে পূজো দিয়ে শুরু করলেন প্রচার, এদিন এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন হয়নি রাস্তা, নেইকো আলোর ব্যবস্থা, তাও তারা রচনা ব্যানার্জিকেই জেতাতে চান, কারণ জানতে চাইলে তারা বলেন আগের সংসদ কোন কিছুই করেনি তৃণমূল তাও বহু কাজ করেছে, শুধু আমাদের এলাকার রাস্তা ও আলো দরকার সেটা রচনা কে জিতিয়ে আমরা করিয়ে নেব, রীতিমতো গ্রামের মানুষের মধ্যে উদ্দীপনা দেখা যায় এ দিন, ঐদিন রচনা ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জনগণের গর্জন আপনারা দেখতে পাচ্ছেন এবার বিরোধীদের বিসর্জন খুব তাড়াতাড়ি হবে, তিনি কেউ বলেন রুপালি পর্দা থেকে একেবারে রাজনীতিতে প্রচারে বেশ অসুবিধা হচ্ছে, তবে সাধারণ মানুষের জন্য সে কষ্টও আমার কাছে আরামদায়ক, অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী বিজেপি দলে যোগ দেওয়ায় তাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, কে কি করলো আর কে কোন দলে যোগ দিলো সেসব দেখার আমার একটু মাত্র সময় নেই, আমি শুধু সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। সবকিছু তিনি বাংলার জনপ্রিয় স্লোগান জয় বাংলা বলে করব লড়বো জিতবো বলে প্রচার এগিয়ে যান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct