আপনজন ডেস্ক: ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ)-তে পুনরায় অর্থায়ন শুরু করার প্রস্তুতি নিচ্ছে জাপান। সংস্থাটি গাজায় সিংহভাগ সহায়তার প্রদান করে। গত বছরের ৭ অক্টোবর হামাসের সদস্যরা ইসরায়েলে হামলা চালায়। ওই হামলায় জাতিসংঘে ফিলিস্তিনের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর ১৩ হাজার কর্মীর মধ্যে ১২জন কর্মী জড়িত ছিল বলে ইসরায়েল অভিযোগ করে। এরপর অনেক দাতা দেশ তাদের তহবিল দেওয়া বন্ধ করে দিয়েছিল। এদের মধ্যে জাপানও ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার টোকিওতে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনীর সঙ্গে মন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “জাপান এবং ইউএনআরডব্লিউএ নিশ্চিত করেছে, তারা জাপানের অর্থায়ন পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে।’জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত জানুয়ারিতে স্থগিত করা তহবিল পুনরায় চালু করা হবে।আশা করা হচ্ছে এপ্রিলের শুরুতে এটা চালু হবে।’চলতি মাসে অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন এবং আরো অনেক দাতা দেশ ইউএনআরডব্লিউএ-তে অর্থায়ন শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct