আরবাজ মোল্লা, রানাঘাট, আপনজন: রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। নজরে মতুয়া ভোট। তাই মতুয়া অধ্যষিত এলাকায় বিশেষ জনসংযোগ তৃণমূলের। রানাঘাট লোকসভাকেন্দ্রে একটা বড়ো অংশ রয়েছে মতুয়া ভোটব্যাংকের। তাই সেই দিকটা বিশেষ ভাবে নজর রাখছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তার উপর এবারে শাসকদলের প্রার্থীও হয়েছেন মতুয়া পুত্র ডা. মুকুটমণি অধিকারী। তাই মতুয়া ভোট ব্যাংক অনেকটাই প্রভাব ফেলবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস। অপরদিকে মতুয়াদের দাবি ছিল নিঃস্বর্ত নাগরিকত্ব। তবে কেন্দ্রীয় সরকার যে নাগরিকত্ব সংশোধনী আইন সামনে এনেছে তাতে করে সেই আইনে মুতুয়াদের আসল দাবি লাভ হয়নি বলে অভিযোগ। তাই মতুয়াদের একটা বড় অংশ বিজেপি বিমুখ। তাদের অভিযোগ, তাদেরকে আশা দেখানো হয়েছে, প্রতারণা করা হয়েছে তাই এবার তৃণমূলের সাথে হাতধরে বিজেপিকের উৎখাত করতে হবে। তবে শুধু মতুয়া সম্প্রদায়ের মানুষ নন বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ও সুর চড়িয়েছেন এই কালা আইনের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর ব্লকের বিভিন্ন মতুয়া অধ্যুষিত এলাকায় হুটখোলা গাড়িতে চেপে শান্তিপুরের বিধায়কিশোর গোস্বামীকে সঙ্গে নিয়ে ব্লক স্তরের বিভিন্ন জায়গায় জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। এদিন বিধায়ক এবং প্রার্থী মুকুটমনি অধিকারী হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে প্রণাম করে নিজের হাতে মতুয়া সম্প্রদায়ের ডঙ্কা বাজালেন। এ নিয়ে সিপিআইএম প্রার্থী অলকেশ দাস কটাক্ষ করে বলেন মুকুটমনি অধিকারী কিছুদিন আগেই যখন বিজেপিতে ছিলেন তখন মোদির নামে গুণগান গেয়েছেন পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে এবং দল বদলে এখন নাগরিকত্ব আইনের বিপক্ষে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর গুনগান গাইছেন। সুতরাং এনারা নিজেরাই জানেন না আজ কোথায় কাল কোথায়। তাই মানুষ তাদেরকে ভোট দেবেন না এই কথার পরিপ্রেক্ষিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct