সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: বানের জলে প্রবল স্রোতে ভেসে গিয়েছিল বাউরিয়া জেটি! অবশেষে দীর্ঘ ১৪ দিন পরে বাউড়িয়া-বজবজ জেটি ফিরে এল।চলতি মাসের ১৪ তারিখ প্রবল জলের স্রোতে ভেসে গিয়েছিল ওই জেটিটি। এর জেরে মারাত্মক সমস্যায় পড়ে যান যাত্রীরা। হুগলি নদীতে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেটি। এই ফেরি সার্ভিসের উপর হাজার হাজার মানুষ নির্ভরশীল। সেক্ষেত্রে এই জেটি ভেসে যাওয়ার জেরে মহা সমস্যায় পড়েছিলেন নিত্য যাত্রীরা। হুগলি নদীর জলপথ পরিবহণ সমবায় সমিতির উদ্যগে দ্রুত এই জেটি ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়। কারণ ওই বাউড়িয়া জেটির উপর বহু মানুষ নির্ভরশীল। সেক্ষেত্রে এখানে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ তাঁদের কর্মস্থলে যেতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছিলেন। অবশেষে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এখানে ফেরি সার্ভিস চালু করার ব্যাপারে মহড়া দেওয়া হয়েছিল। এরপর শুক্রবার অর্থাৎ আজ থেকে পুরোদমে এখানে ফেরি সার্ভিস চালু করা হয়। সকাল ৬টা ১৫ মিনিট থেকে প্রথম ফেরি আনুষ্ঠানিকভাবে চালানো হয়। এরপর থেকে ফেরি সার্ভিস স্বাভাবিক হয়।ফেরি সার্ভিস ফের চালু হওয়ার জেরে অত্যন্ত খুশি যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।কারণ দীর্ঘ ১৪ দিন ফেরি বন্ধ হয়ে যাওয়ার জেরে মহা সমস্যায় পড়ে গিয়েছিলেন তাঁরা। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ পরিবহণ দফতরের একাধিক কর্তারা এই ফেরি সার্ভিস ফের চালু করার ব্যাপারে উদ্যোগ নেন। তাঁরা দুর্ঘটনার দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। এবং দ্রুত পরিকল্পনাও নেওয়া হয়।জানা গেছে, ওই জেটি মেরামত করার জন্য প্রায় তিরিশ লাখ টাকা বরাদ্দ করেছিল রাজ্যের পরিবহণ দফতর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct