দেবাশীষ পাল, মালদা, আপনজন: ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি আবেগের নাম। তাঁর প্রকল্প রাজ্যের তৃণমূল স্তরের সব মানুষই পাচ্ছেন।’ পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির (WBCUPA) রাজ্য সভাপতি তথা রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু সংগঠনের দ্বিতীয় রাজ্য সম্মেলন উদ্বোধন করে এই কথাগুলি বলেন। তিনি সংগঠনের বিভিন্ন জেলা কমিটি শীঘ্রই ঘোষিত হবে বলে জানান। সংগঠনের বাইরে গিয়ে তিনি বিভিন্ন রাজ্যে ইডির হানা, মুখ্যমন্ত্রীদের গ্ৰেপ্তারের প্রসঙ্গ তোলেন। তাঁর মতে, বিজেপি শাসিত রাজ্যে ইডি হলো, ‘বালকের বিস্ময়’। মালদাবাসী আফরাজুলকে জীবন্ত পুড়িয়ে মারা ও তার ভিডিও প্রকাশ কে তিনি দ্ব্যর্ধহীনভাবে নিন্দা করেন। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনি সম্মেলনের সূচনা করেন। সম্মেলনে রাজ্য সঙ্গীত পরিবেশন করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে মালদহ জেলার দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শাহনাওয়াজ আলী রায়হানসহ আরও দুই প্রার্থী বিপ্লব মিত্র ও কৃষ্ণ কল্যাণী, রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, গোলাম রব্বানী, ইংলিশবাজার পৌরসভার সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সংগঠনের দুই সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল ও সুমন বন্দ্যোপাধ্যায়, সাংসদ মৌসম বেনজির নূর, বিধায়ক আব্দুর রহিম বক্সী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ। সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল জানান, সারা রাজ্য থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দু’হাজার অধ্যাপক-অধ্যাপিকা, বিভিন্ন কলেজের পরিচালন সমিতির সভাপতি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, বারো বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচারে অধ্যাপকদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। এই সম্মেলনে সুব্রত রায়, জাফর আলী আখন, শেখ কামাল উদ্দীন, সমীরণ মণ্ডল, স্বপন সরকার, দেবপ্রসাদ সাহুসহ বেশ কয়েকজন অধ্যক্ষও উপস্থিত ছিলেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পরিষদের পক্ষ থেকে মন্ত্রী ব্রাত্য বসুকে সম্মাননা জানানো হয়। সম্মেলন উপলক্ষে বহুত্ববাদী ভারত নিয়ে একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন উপাচার্য শিবাজীপ্রতিম বসু ও শিক্ষাবিদ আনন্দ গোপাল ঘোষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct