বাইজিদ মণ্ডল, উস্থি, আপনজন: মগরাহাটের বরিজপুর কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বই চুরি করে বিক্রি করে বিক্রি করার অভিযোগে গ্রেফতার হয় প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষ। মগরাহাট পশ্চিম ব্লক উস্থি থানা বরীজপুর কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। গত রবিবার হঠাৎ অভিযোগ ওঠে, প্রধান শিক্ষকের সহযোগিতায় স্কুল থেকে বই চুরি করে বিক্রি করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ রবিবার ছুটির দিন তাঁরা হঠাৎ স্কুলের মধ্যে লোকজনের হাঁটাচলার শব্দ পান। গ্রামের কয়েকজন গিয়ে দেখার চেষ্টা করেন বিষয়টা কী হচ্ছে। সেই সময়ই তাঁরা নাকি প্রধান শিক্ষক সহ কয়েকজনকে বই চুরি করে বিক্রি করতে দেখেন। সেই সময় স্কুলের পরিচালনা কমিটির সদস্য সহ বেশ কয়েকজন গিয়ে প্রধান শিক্ষক কে হাতে নাতে ধরেন। এবং প্রধান শিক্ষক কে বলেন স্কুল কমিটিদের কাউকে না জানিয়ে স্কুলের বই বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। সেই জন্য প্রধান শিক্ষক কে কিছু না বলে এস আই শিরাকল ও উস্থি থানায় লিখিত ভাবে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে কমপ্লেন জানানো হয়। গ্রামবাসীদের এই কমপ্লেন এর ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছিল উস্থি থানার পুলিশ। সেই ভিত্তিতে এদিন এস আই ও উস্থি থানার ওসি মোহাম্মদ আসাদুল শেখ এর নেতৃত্বে বরিজপুর কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এসে সত্যতা যাচাই করে প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষ কে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ এর কারণে গ্রেফতার করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষ। মূলত গ্রাম বাসীদের দাবি এটা শিক্ষা কেন্দ্র, যেখানে স্কুলের পড়ুয়ারা এখানে সমাজ বিরোধী কাজ কর্ম বর্জন ও শিক্ষামূলক কর্ম শিক্ষা নিতে আসে ,এই শিক্ষা কেন্দ্রে যদি প্রধান শিক্ষকই চর হয় স্কুলের বই চুরি করে, তাহলে ছাত্র ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে। তাই এমন কলংক প্রধান শিক্ষককে সরানোর দাবি তোলেন গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct