নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা করায় তার সঙ্গে পাল্লা দিয়ে এবার প্রচারে নেমে পড়ল বিজেপি। উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর দেওয়অল লিখনে এবার প্রতিশ্রুতি দেওয়া হল, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা দেওয়া হবে। সেই দেওয়াল লিখনকে সামনে রেখে আদর্শ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুললেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র অাশীষ কুণ্ডু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, আশীষ কুণ্ডু এক ইমেইল বার্তায় নির্বাচন কমিশনকে পুরনো মালদা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোষপাড়ায় বিজেপির দেওয়অল লিখনের চিত্র তুলে ধরে অভিযোগ করেছেন, উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে টেলিফোনে আশীষ কুণ্ডু ‘আপনজন’কে জানান, নির্বাচনের আচরণ বিধি লাগু হওয়ার পরও বিজেপি প্রার্থী খগেন মুর্মু প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। তাই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থী পদ খারিজ করার দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct