মোহাম্মাদ সানাউল্লা, সিউড়ি, আপনজন: বীরভূম লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন মিল্টন রশিদ। লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী তার নেতা কর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য জেলার প্রতিটি ব্লক স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করে নির্বাচন প্রচারের জন্য কোমর বেঁধে নেমেছেন। কারণ তিনি নিজেই জেলা কংগ্রেস সভাপতি। সেই সঙ্গে তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী। সেই অর্থে তার পরিশ্রমও অত্যাধিক। নির্বাচনী প্রচার কোন এলাকায় কখন। কিভাবে তিনি তার নির্বাচনী ভোট প্রচার করবেন। জেলা সভাপতি হিসেবে সর্বাধিক ক্ষেত্রে তিনিই অধিক সিদ্ধান্ত নিবেন। প্রার্থী তার সাংসদ এলাকায় মুখ পরিচিত। জনসংযোগেও বরাবরই পটু। তার নির্বাচনী জয়ের ব্যাপারে অত্যাধিক আশাবাদী। নির্বাচনী সব রকম চাপ নিয়ে মাথা ঠান্ডা করে জেলার এ প্রান্ত থেকে সে প্রান্ত ছোটাছুটি করে তার কর্মীদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী কৌশল বুঝিয়ে দেওয়ার পাঠ দিচ্ছেন।সেই মতো শনিবার সকালে বীরভূম লোকসভা কেন্দ্রের সিউড়ি ১ এবং সিউড়ি ২ নম্বর ব্লক সহ সিউড়ি শহর কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি সিউড়ি শিক্ষক ভবনে নির্বাচনী বৈঠক করেন। তিনি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। সেই মতে এদিন সাধারণ ভাবেই লোকাল বাসে জনসংযোগ রেখে তাকে যোগ দিতে দেখা গেলো সিউড়ির কর্মী বৈঠকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct