নকীব উদ্দিন গাজী, ঢোলা, আপনজন: শনিবার দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে কুলপি ব্লকের ঢোলা তে একটি জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই জনসভা মঞ্চে বিজেপি থেকে দুই নেতা সহ ৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। রায়দিঘি বিধানসভা বিজেপির সমর্থনে প্রার্থী হয়েছিলেন শান্তনু বাপুলি, মন্দিরবাজার বিধানসভার বিজেপির প্রার্থী হয়েছিলেন দিলীপ জাটুয়া, দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে থেকে অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সামিল হতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি বেশ কিছু বিজেপি কর্মীরাও এই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। তারা অঙ্গীকারবদ্ধ হন আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন কে তুলে ধরবেন সাধারণ মানুষের কাছে যাবে এবং বিপুল ভোটে যাতে জয় লাভ করে সেদিকেই তারা এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতি এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই নিয়ে সাধারণ মানুষকে জানাবেন বলে এমনটাই বললেন শান্তনু বাপুলি। শান্তনু বাপুলি বলেন বিজেপির কেবল শুধু প্রতিশ্রুতি ছাড়া অন্য কোন কাজ করেনি সাধারণ মানুষের ধোঁকা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন তা মুখে বলেছেন । এই বাংলার উন্নয়ন চায় না বিজেপি। বাংলার কেবলমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় বিজেপি। তাই এই সাম্প্রদায়িক দল থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। পাশাপাশি কেবল ভোটের সময় বিজেপির কর্মীদের মনে করে সারা বছরে দিল্লির নেতাদের দেখা যায় না। বাংলার সংস্কৃতি কৃষ্টি বজায় রাখতে বাংলার মানুষরা একমাত্র পারে। আর সেটা এগিয়ে নিয়ে যাচ্ছেন যুব নেতা তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।তাই আগামী দিনে বাংলার উন্নয়নের যজ্ঞে শামিল হতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সৈনিক হয়ে মানুষের কাজ করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct