আসিফা লস্কর ও চন্দনা বন্দ্যোপাধ্যায়, ঢোলা, আপনজন: বাংলার ৪২টি আসনেই প্রার্থী প্রত্যাহারের চ্যালেঞ্জ অভিষেকের কুলপির সভা মঞ্চ থেকে। চৈত্রের গরমে জমে উঠেছে ভোটের প্রচার। শনিবার ভিড়ে ঠাসা সভা মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের প্রকল্পে নিয়ে আগেই নরেন্দ্র মোদীর সরকারকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, মোদী শ্বেতপত্র প্রকাশ করে যদি দেখাতে পারে বাংলাকে গত ২ বছরের মধ্যে ১০০ দিনের খাতে ১০ পয়সাও দিয়েছে তাহলে রাজনীতি ছেড়ে দেব।অভিষেকের বেঁধে দেওয়া সেই সময় সীমা ইতিমধ্যে অতিক্রান্ত। ২ সপ্তাহ পরেও এ ব্যাপারে বিজেপির তরফে কোনও শ্বেতপত্র প্রকাশ হয়নি। ওই প্রসঙ্গ টেনে শনিবার কুলপির ঢোলার কর্মীসভা থেকে বিজেপিকে আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। বিজেপির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, “আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, লোকসভা ভোটে বাংলার ৪২টি আসন থেকেই তৃণমূল প্রার্থীপদ প্রত্যাহার করে নেবে।”
অভিষেকের মুখে এমন কথা শুনে কর্মীসভায় তখন পিন পড়ার নিস্তব্ধতা। এরপরই অভিষেক যোগ করেন, “বিনিময়ে বিজেপিকে কথা দিতে হবে, আগামী ৫ বছরের জন্য মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করবে!” এ দিনের কর্মীসভায় অভিষেক বলেন, “এর আগে ১০০ দিনের প্রকল্পে মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছিলাম। ২ সপ্তাহ পরেও কোন ও উচ্চবাচ্য নেই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। এখন বাংলাকে দেখে বিজেপি ভোটের প্রচারে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে।”প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আমি আপনাকে যেটি চ্যালেঞ্জ করছি তা হল একটি বিজ্ঞপ্তি আনুন এবং ঘোষণা করুন যে আগামী ৫ বছরের জন্য মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। কথা দিচ্ছি, বিজেপি এই বিজ্ঞপ্তি আনলে সঙ্গে সঙ্গে বাংলার ৪২টি আসন থেকে তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে।” সম্প্রতি বিজেপির তরফে দাবি করা হয়েছিল, ১০০ দিনের প্রকল্পে বাংলাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। তৃণমূলের সরকার সেই টাকার হিসেব না দেওয়ার জন্যই বাকি টাকা আটকে রয়েছে অর্থাৎ আটকে থাকা টাকার দায় রাজ্যের ঘাড়েই ঠেলেছিল গেরুয়া শিবির। এরপরই ১০০ দিনের কাজে মোদীকে শ্বেতপত্র প্রকাশের চ্যালে়ঞ্জ জানিয়েছিলেন অভিষেক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এদিন বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহের চ্যালেঞ্জ ছুড়ে বিজেপির স্নায়ুর চাপ বাড়ানোর চেষ্টা করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। এখন দেখার বঙ্গ সফরে এসে এর জবাবে কী বলেন মোদী-শাহরা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে এদিনের কর্মীসভা থেকে অভিষেক আরও বলেন,“সারা বছর দেখা মেলে না, শুধু ভোটের সময় এসে মিথ্যে কথার ফুল ঝুরি। এবারে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে। রাজ্যজুড়ে জনতার গর্জন, বাংলার বিরোধীদের করবে বিসর্জন।” এদিন মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারকে সাথে নিয়ে অভিষেক বলেন, বাপি কাজের ছেলে। ওকে জিতিয়ে আনুন। আমি কথা দিচ্ছি ডায়মন্ড হারবারের পাশাপাশি এই কেন্দ্রের মানুষের পাশে থাকব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct