সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের জুতবিহার বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দীর একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আপনজন। সেই ভিডিওতে দেখতে পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের ওই বুথ সভাপতি এক মহিলার হাত ধরে উদ্যম নৃত্য করছে। সূত্রের খবর ইন্দাস ব্লকের পঞ্চবটি সেবাশ্রম মেলার একটি সংস্কৃতিক অনুষ্ঠানে এই চটুল ড্যান্সের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে । সেখানে নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎ করেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দী উঠে পড়েন স্টেজে সেখানে ওই মহিলার সাথে উত্তম নৃত্য করতে থাকে বুথ সভাপতি। বুথ সভাপতির মহিলাদের নিয়ে নাচের ভিডিও ভাইরাল হতে সরব বিজেপি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন তৃণমূল কংগ্রেস সব কিছুর শালীনতা ছাড়িয়ে যায় সন্দেশখালিতে যেভাবে মা-বোনেদের অত্যাচার করেছে ইন্দাসের বুথ প্রেসিডেন্ট অশ্লীলভাবে নৃত্য করবে এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে। তারা জানে তাদের পয়সা থাকলে সব কিছু তারা ভোগ-বিলাসে পুরোপুরি পরিণত হয়ে গেছে তাই তারা গ্রামের মহিলাদের কেউ ছাড়ছে না ইন্দাসে যে ঘটনাটা ঘটেছে আমি ভিডিওতে দেখলাম অত্যন্ত লজ্জার। তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এর উদ্দেশ্যে বলেন দয়া করে এই চটুল ডান্স টা দেখুন তারপর কিছু উত্তর দিন। আজকে যেটা ভিডিওতে দেখলাম তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে অশ্লীল ড্যান্স করছে সেটার উত্তর উনি দিতে পারবেন। সমগ্র বিষয় নিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বলেন সৌমিত্র খাঁ সারাক্ষণ সুজাতা নামক টেনশনের মধ্যে আবদ্ধ আছেন তাই তিনি কোন কিছুতেই সুজাতার আতঙ্কে ভুগছেন। তার জন্য যেটাতই আমি জড়িত নয়, দেখুন কে কোথায় আনন্দ করবে মজা করবে নাচবে গাইবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে দল কথা বলবে সেটা নিয়ে আমার কথা বলার কিছু নেই। সৌমিত্র খাঁকে কটাক্ষ করে বলেন এমন কারো কাছ থেকে মহিলা নিয়ে শুনব না বা বিচার করা শুনবো না যিনি মহিলাকে সারাক্ষণ ভোগ বিলাসের বস্তু বলে মনে করেন দেখবেন ওনার চরিত্রই হচ্ছে বারবার দল বদল করা এবার তিনি স্ত্রী বদল করেছেন। এছাড়া ওনার কাছে আমি কি শুনব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct