মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: নবদ্বীপের ছায়া এবার নাদন ঘাটের জালুইডাঙ্গাতে, বিসর্জনের আগে হুরমুড়িয়ে আছেরে পড়লো প্রতিমার কাঠামো। ঘটনায় আহত হন কম-বেশি প্রায় ১৫ জন, তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে, সেখানেই তিনজনকে ভর্তি করে শুরু হয় চিকিৎসা।অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদীয়ার পার্শ্ববর্তী নাদনঘাট থানার সমুদ্রগড় পঞ্চায়েতের জালুইডাঙ্গা ফেরিঘাট সংলগ্ন এলাকায়, গুরুতর আহত হয়ে কালনা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের নাম,বিশ্বজিৎ হালদার,তেতুল হালদার ও ছোটু হালদার, এবং ভোলা হালদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে জালুইডাঙ্গা ফেরিঘাট সংলগ্ন এলাকায় জালুইডাঙ্গা বারোয়ারি কমিটির পরিচালনায় শ্রী শ্রী গঙ্গা মাতার আরাধনায় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা, বৃহস্পতিবার রাতে গঙ্গা মাতার বিসর্জনের ঠিক আগে ঘটে যায় বিপত্তি, দীর্ঘ উচ্চতার গঙ্গা মাতা প্রায় ১৫ থেকে ১৬ জন ভক্তের উপর আছড়ে পড়ে, সামগ্রিক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য,পরে ভাগীরথী নদীতে গঙ্গা মাতার বিসর্জন সম্পন্ন করে অন্যান্য সদস্যরা।উল্লেখ্য, নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে নিরঞ্জনের সময় ফাঁসিতলা ঘাটে ঠিক এভাবেই দীর্ঘ উচ্চতার গঙ্গা মাতা ভেঙে পড়েছিল পুজো কমিটির সদস্যদের উপর, সেই ঘটনায় বেশ কয়েকজন প্রতিমার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। কালক্রমে সেটাও ছিল গঙ্গা নদী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct