নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: ভোটের মুখে বাম-কংগ্রেস জোটের কর্মীদের উপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ । ঘটনাটি ঘটে রতুয়া ১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের কয়লাপাথর গ্রামে। এই ঘটনায় রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি আক্রান্তদের।লোকসভা ভোটের মুখে এই ঘটনার জেরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে এলাকায়। আক্রান্ত সিপিআইএমের পঞ্চায়েত সদস্য আবুবাক্কার বলেন গত পঞ্চায়েত ভোটে বোমাবাজি করে বুথ দখল করেছিল কিছু দুষ্কৃতী। আমরা অভিযোগ করার পর সেখানে পুনঃনির্বাচন হয় এবং সেখানে আমদের জয় হয়। তারপর থেকে শাসক দলের কিছু দুষ্কৃতী আমাদের উপর নানান ইস্যুতে আক্রমণ চালায়। বৃহস্পতিবার রাতে ওরাই আমাদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা রতুয়া থানায় দারস্ত হয়েছি। পুলিশের উপর আমাদের আস্থা আছে। পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করবে। আরএক আক্রান্ত আজাদ আলী বলেন ইফতার করে আমরা দু’জন বাড়ি থেকে কিছুটা দূরে চায়ের দোকানে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিল এলাকার পঞ্চায়েত সদস্য বাক্কার। আমরা দুজন চা খেয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলাম। গ্রামে ঢুকার মুখে আমাকে কেউ অ্যাসিড ছুড়ে মারে। সারা শরীর জ্বলতে শুরু করে। সে অবস্থায় কিছুটা এগিয়ে মজিবুর ডাক্তারের বাড়িতে ঢুকে পড়ি সেখানে সাবমারসিবল পাম্প চালিয়ে স্নান করার পর জ্বালা একটু কমে। এই ঘটনার পর আমরা রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে রতুয়া থানায় অভিযোগ দায়ের করি। পঞ্চায়েত ভোটের পর থেকেই ওরা আমাদের নানাভাবে হুমকি দেয়। আমার বাড়ি ভাঙচুরও করেছে। আমরা নিশ্চিত, এই হামলা স্থানীয় দুষ্কৃতীদের পক্ষ থেকে চালানো হয়েছে। পুলিশের কাছে আমাদের আর্জি, এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক নইলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এই ঘটনাই সিপিআইএমের রতুয়া ১ এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম বলেন আমাদের লোকের উপর হামলা হয়েছে এতে আমরা অবাক হইনি। আসলে এবার ব্যাপক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সহজে ভোট লুট করতে পারবে না। তারা ভয় পেয়েছে। সেই কারণে আমাদের কর্মীদের উপর তারা হামলা চালাচ্ছে। যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে, মোদী আর দিদি এক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তিনি বললেন তৃণমূলকে বদনাম করার জন্য এ ধরনের অভিযোগ করা হচ্ছে। এই ধরনের হামলাকে সমর্থন করে না রাজ্যের শাসক দল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct