আপনজন ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কমিশনে ‘দ্য অ্যানাটমি অব আ জেনোসাইড’ নামে একটি প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। সেখানে তিনি বলেন, হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে বিশ্বাস করার যৌক্তিক প্রেক্ষাপট রয়েছে। এরপরই তিনি হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফ্রান্সেস্কার উপস্থাপন করা প্রতিবেদনকে চূড়ান্তভাবে খারিজ করে ইসরায়েল। পরে বুধবার (২৭ মার্চ) হুমকি পাওয়ার কথা জানান এ মানবাধিকার বিশেষজ্ঞ। নিজের ওই প্রতিবেদনের জন্য হুমকি পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ফ্রান্সেস্কা বলেন, হ্যাঁ, আমি হুমকি পেয়েছি। তবে এখন পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতার প্রয়োজন বোধ করিনি। আর চাপের কথা বললে, সেটা আছে। তবে তা কাজের প্রতি আমার প্রতিশ্রুতি কিংবা কাজের ফলাফল কোনোটাই বদলাতে পারবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct