আপনজন ডেস্ক: নির্দিষ্ট কিছু জিনিস বহনের ওপর উমরাহ করতে যাওয়া মুসল্লিদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। মূলত সব মুসল্লিকে উমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। খবর গালফ নিউজের।বুধবার সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে। উমরাহ করার দুটি প্রধান শর্তও রয়েছে। সেগুলো হলো- পবিত্র কাবাকে ঘিরে তাওয়াফ করা ও সাফাহ এবং মারওয়াহ পাহাড়ে সাতবার আসা-যাওয়া করা। রমজানে মুসল্লিদের ভিড় বাড়ায় এবার একজন ব্যক্তিকে শুধু একবারই উমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব।তারা বলছে, আল্লাহর মেহমানদের, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করতে হবে, নিষিদ্ধ জিনিস বহন করা যাবে না। এর মধ্যে লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে কেউ সৌদিতে প্রবেশ করা যাবে না। প্রসঙ্গত, পবিত্র রমজান মাসের প্রথমার্ধে ৮০ লাখেরও বেশি মুসলমান উমরাহ পালন করেছেন। এছাড়া হজ বছরের নির্দিষ্ট সময় পালন করা হলেও বছরের যে কোনো সময় মুসলমানরা উমরাহ পালন করতে পারেন। বাধ্যতামূলক না হলেও উমরাহ মুসলমানদের জন্য আধ্যাত্মিক তাৎপর্য বহন করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct