আপনজন ডেস্ক: ️বেচারা কিউনা মাফাকা! বয়স মাত্র ১৭ বছর। এই বয়সে কী বেধড়ক ‘পিটুনি’-টাই না খেলেন! না, ভুল ভাববেন না। সেটি বল হাতে আইপিএল অভিষেকে। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলে অভিষেক হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের এই দক্ষিণ আফ্রিকান পেসারের। অভিষেকটা নিশ্চয়ই তিনি ভুলে যেতে চাইবেন। আইপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডে যে এখন তাঁর নামও আছে!গতকালের ম্যাচটাই ছিল পাগলাটে। দুই ইনিংস মিলিয়ে রান উঠেছে মোট ৫২৩, যা আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ। আগে ব্যাট করে হায়দরাবাদের তোলা ২৭৭ রানও আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ। হায়দরাবাদ এ রেকর্ড গড়ার পথে বেশ বড় ঝড়ই বয়ে গেছে মাফাকার ওপর দিয়ে। সেই ‘ঝড়’-এর চিত্রটা এমন—৪ ওভারে ৬৬ রানে ০ উইকেট। আইপিএল অভিষেকে এটাই সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। একবার ভাবুন তো ১৭ বছর বয়সী এক স্কুলপড়ুয়া—যিনি কি না রাশিখ সালামের পর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে অভিষিক্ত—বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে যদি অভিষেকেই এমন বেধড়ক পিটুনি খান, তাহলে তাঁর মনের অবস্থা কী হতে পারে! অনেক স্বপ্ন নিয়ে আইপিএলে এসে তাঁর মনটাই তো ভেঙে যাওয়ার কথা।ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ মাফাকার মনের অবস্থা বুঝতে পারছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ ২১ উইকেট নেওয়া এ পেসারের পাশে দাঁড়িয়ে একটি বার্তা দিয়েছেন বিশপ। মাফাকার আশপাশে যাঁরা আছেন, বিশপের বার্তাটা তাঁদের প্রতি। সে হিসেবে বার্তাটা মুম্বাই ইন্ডিয়ানসের প্রতিও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশপ লিখেছেন, ‘গত রাতে কিউনা মাফাকার শুরুটা বেশ কঠিন হলো। মনে রাখতে হবে, ওর বয়স মাত্র ১৭ বছর। ওর আশপাশে সঠিক লোক থাকলে এবং (গত রাতের ম্যাচে) এই অভিজ্ঞতা যদি ইতিবাচকভাবে কাজে লাগাতে পারে, তাহলে সে আরও শক্তিশালী হয়ে উঠবে।’
মাফাকার আইপিএলে ডাক পাওয়ার ব্যাপারটাই তো নাটকীয়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে পড়েন। তাঁর জায়গায় স্কুলে শেষ বর্ষে পড়া মাফাকাকে দলে নেয় মুম্বাই। সে সময় দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম টাইমস লাইভ জানিয়েছিল, তড়িঘড়ি করেই মাফাকাকে দলে নেওয়া হয়েছে। যে কারণে তাঁকে স্কুলের ক্লাস ফেলে রেখেই মুম্বাইয়ের ফ্লাইট ধরতে হয়েছে। ভিসাও হাতে পেয়েছেন মুম্বাইয়ে পা রাখার পর। মাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়া মাফাকার লেখাপড়ার ব্যবস্থাও করবে মুম্বাই। মূলত গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে মুম্বাইয়ের নজর কেড়েছিলেন মাফাকা। কিন্তু আইপিএল এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যে এক নয়, মাফাকা সেটি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেটাই বলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন, ‘অনূর্ধ্ব-১৯ এবং পেশাদার লিগের মধ্যে পার্থক্য টের পাচ্ছে মাফাকা।’ ডেল স্টেইন এরপর লিখেছেন ‘ব্যাপ্টিজম অব ফায়ার’। নতুন কোনো দায়িত্ব বা কাজে নেমেই খুব কঠিন পরিস্থিতিতে পড়া বোঝাতে কথাটা ব্যবহার করেছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ এই উইকেটশিকারি।মাফাকার জন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোরও খারাপ লেগেছে। চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ গতকাল রাতেই ইনস্টাগ্রামে এ নিয়ে একটি পোস্টে লিখেছেন, ‘মাথাটা উঁচু রাখো, চ্যাম্প! আমি নিশ্চিত কিউনা মাফাকা, তুমি ঘুরে দাঁড়াবে। এই একটা ম্যাচের কারণে নিজের সামর্থ্যকে সন্দেহ কোরো না। এটা তোমার জন্য দারুণ চ্যালেঞ্জ। টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে তুমি শুধু আরও উন্নতিই করবে।’আইপিএলে বিদেশি বোলারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডটি এত দিন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের একার দখলে ছিল। ২০১৯ সালে এই হায়দরাবাদের বিপক্ষেই ৪ ওভারে ৬৬ রান দিয়েছিলেন পাঞ্জাব কিংসে খেলা মুজিব। তাঁর সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে গত রাতে ভাগ বসিয়েছেন মাফাকা। আর আইপিএল অভিষেকে সর্বোচ্চ রান দেওয়ায় মাফাকা ভেঙেছেন আশিষ নেহরার রেকর্ড। ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অভিষেকে ৪ ওভারে ৪৫ রান দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে খেলা নেহরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct