সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্যের জন্য বিশেষ অবজারভার দিল্লির কমিশন পাঠাচ্ছে। আলোক সিনহা এবং অনিল কুমার শর্মা আসবেন এ রাজ্যে বিশেষ অবজারভার হয়ে।নির্বাচন কমিশনের পক্ষে অরিন্দম নিয়োগী বৃহস্পতিবার এই খবর জানান।আরিজ আফতাব মুখ্য নির্বাচনী আধিকরিক দুটো আলাদা করে পুস্তিকার উদ্বোধন করেন বৃহস্পতিবার।ভোটারদের জন্য নির্দেশিকা যাচ্ছে ওই পুস্তিকার মাধ্যমে। প্রত্যেকটি ভোটেরদের পাশাপশি যারা শারীরিক ভাবে অক্ষম রয়েছেন তাদের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে কালার বুকলেট। যার শুভসূচনা করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।নির্বাচন কমিশনের পক্ষে অরিন্দম নিয়োগী জানান, লোকসভা নির্বাচনের জন্য মনোয়নপত্র কাজ শেষ হয়েছে। সিবি ১৭ এপি ১১ জাল ১৩ টি মনোয়ন পত্র জমা পড়েছে । বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফার মনোয়নপত্র দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে জমা পরা শুরু হয়েছে। ৪ এপ্রিল পর্যন্ত চলবে মনোয়নপত্র জমা প্রক্রিয়া। হোম ভোটিং ফেসিলিটি ব্যাবস্থা হবে এবার। দার্জিলিং- এ ১৯৯৯টি ভোট কেন্দ্র রয়েছে। রায়গঞ্জ লোক সভা কেন্দ্র ১৭৩০ টি ভোট কেন্দ্র এবং বালুরঘাটে মোট ভোট কেন্দ্র ১৫৬৯টি ভোট কেন্দ্র রয়েছে। অরিন্দম নিয়োগী, আরো জানান,এখনো ভোটের কার্ডের আবেদন আসছে । ফলে একটু দেরি হচ্ছে কার্ড পৌঁছতে। কিন্তু তার মানে এটা নয় যে, কেউ ভোট দিতে পারবে না। আমরা চেষ্টা করছি, যাতে দ্রুত নতুন কার্ড মানুষের কাছে পৌঁছে যায়। বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। জানা গিয়েছে,৩০২০৯ টি লাইসেন্স অস্ত্র জমা পড়েছে। ৭২০ টি নাকা চেকিং পয়েন্ট চলছে। ৭ কোটি ২ লক্ষ টাকা নগদ এবং মাদক এবং মদ বাজেয়াপ্ত হয়েছে। মোট ১২৮ কোটি ৮৭ লক্ষ টাকা আনুমানিক বাজেয়াপ্ত হয়েছে। ভোটেরদের জন্য নির্দেশিকায় কি ভাবে ভোটের তালিকা নাম তুলতে হবে। কি ভাবে ভোট দেবেন। ভোট কেন্দ্র কি কি সুবিধা আছে। এছাড়া নির্বাচনী সম্পর্কিত কি কি অ্যাপ রয়েছে । প্রতিবন্ধকতা সম্পর্কিত একটা আলাদা করে নির্দেশিকায় কি ভাবে তারা ভোট দান করবে। কি কি বিকল্প নথিতে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের বা কি কি সুবিধা ভোট কেন্দ্র থাকবে সেটা জানানো হয়েছে।প্রচুর অভিযোগ বিভিন্ন জেলা শাসকের কাছ থেকে আসছে। রিপোর্ট পাঠানো হলে আমরা জানিয়ে দেব বলে জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।রাজ্যের জন্য বিশেষ অবজারভার কমিশন পাঠিয়েছে। আলোক সিনহা এবং অনিল কুমার শর্মা আসবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct