আপনজন ডেস্ক: রাজ্যের তৃণমূল সরকার আসার পর প্রতি বছর কলকাতা পুরসভার উদ্যোগে পার্ক সার্কস ময়দানে গণ ইফতার মজলিশের আয়োজন করা হয়। এবছর লোকসভা ভোটের ঘোষণা দেওয়ার পর নির্বাচনী বিধি লঙ্ঘনের আশঙ্কতায় কলকাতা পুরসভা সেই ইফতার সমাবেশের আয়োজন না করলেও সেই কাজটা করেছে ‘উদ্দীপনী’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার পার্ক সার্কাস ময়দানের ইফতার মজলিশে সবার আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কপালে প্লাস্টার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন ইফতার মজলিশে। গত ১৪ মার্চ কালীঘাটের বাড়িতে কপালে চোট লাগে মুখ্যমন্ত্রীর। তার নাকে ও কপালে বেশ কয়েকটি সেলাইও হয়। সেই ঘটনার পর এদিন প্রথম কোনও সভায় হাজির হলেন মুখ্যমন্ত্রী। এই ইফতার মজলিশের সঞ্চালক ছিলেন নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী। তবে, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ইফতার মজলিশে হাজির ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, তার স্ত্রী ইসমাতারা ফিরহাদ, কন্যা প্রিয়দর্শিনী ফিরহাদ, ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায় শশী পাঁজা, সাজদা আহমেদ, রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান প্রমুখ। এদিন মুখ্যমন্ত্রী কোনও রাজনৈতিক কথা বলেননি। তবে, এই ইফতার মজলিশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেক বছরের মতো এবারও পার্ক সার্কাস ময়দানে দাওয়াত–এ–ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ এবং শুভেচ্ছা বিনিময় করলাম। এই ভাবেই সৌহার্দ্যের বাতাবরণ বজায় থাকুক আমার বাংলায় এবং সকলে একসঙ্গে ভাল থাকতে পারি এই প্রার্থনা জানাই আমি সর্বশক্তিমানের কাছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct