নকীব উদ্দিন গাজী ও আসিফা লস্কর, মথুরাপুর, আপনজন: ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ব্যাপারে আইএসএফ বিদায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ফের জল্পনা উসকে দিলেন। ডায়মন্ডহারবার কেন্দ্রে এখনও বিরোধী কোনও দলই প্রার্থী ঘোষণা করেনি। সেই আবহে বৃহস্পতিবার নওশাদ সিদ্দিকী তার প্রার্থী হওয়ার ব্যাপারে বল ঠেলে দিলেন আইএসএফ-এর দলীয় নেতৃত্বর উপর। ফলে, নওশাদ ডায়মন্ডহারবার কেন্দ্রে লড়বেন কিনা তা এখনও ধন্দে রয়েছে। বৃহস্পতিবার কুলপিতে মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী অজয় কুমার দাসের সমর্থনে একটি কর্মীসভা করেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আইএসএফের প্রথ দফার প্রার্থী তালিকায় নওশাদের নাম না থাকায় রাজনৈতিক মহলের একাংশ নওশাদ সিদ্দিকীকে তির্যকপূর্ণ মন্তব্য করতে ছাড়েনি। অনেকের নওশাদ সিদ্দিকীকে ভীতু বলে আখ্যা দিয়েছেন। এভাবে তাকে তাতিয়ে দেওয়ার পর অবশেষে এদিন মুখ খোলেন নওশাদ। তিনি সাংবাদিকদের জানান, তিনি এখনও ১০০ শতাংশ প্রস্তুত ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হওয়ার ব্যাপারে। তবে, প্রথম দিন থেকেই আমি এই কথা বলে আসছি এখনো পর্যন্ত আমি এই কথাই বলব। জায়গা ছেড়ে দেওয়ার কোন প্রশ্নই ওঠে না। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। দ্বিতীয় দফার প্রার্থী তালিকার দিকেও নজর দিতে বলেন তিনি। সেই সঙ্গে নওশাদ বলেন, আইএসএফ লড়াইয়ের ময়দান থেকে পালাবে না । চোখে চোখ রেখে লড়াই করবে আইএসএফ। প্রার্থী হওয়া নিয়ে তাই এখনও ধন্দে নওশাদ। সূত্রের খবর ভাঙড়ের মাটি থেকে নিজেকে সরিয়ে নিয়ে ডায়মন্ডহরবারে নিয়োজিত করা দলের জন্য কতটা ভাল হবে সেই চর্চাই চলছে দলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct