আপনজন ডেস্ক: ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে এই পদে দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধানকে নিয়োগ দিয়েছেন তিনি। ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের বিদায়ী সেক্রেটারি ওলেক্সি ড্যানিলভ ২০১৯ সালের অক্টোবর থেকে তার পদে অধিষ্ঠিত ছিলেন। মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কি দায়িত্ব নেয়ার কয়েক মাস পরই এই পদে এসেছিলেন ড্যানিলভ। পরে জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেন, ড্যানিলভকে নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে। তবে সে বিষয়ে বিস্তারিত পরে প্রকাশ করা হবে।অনেকে মনে করছেন, জেলেনস্কি মূলত দুটি কারণে বরখাস্ত করছেন। প্রথম কারণ হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন বলেছে দেশটিকে দুর্নীতিমুক্ত করলে ইইউর সদস্যপদ পাওয়া যাবে। তাই তিনি যাদের সন্দেহ হচ্ছে তাদের বরখাস্ত করছেন। দ্বিতীয় কারণ হচ্ছে, জেলেনস্কি নিজেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। সবসময়ই দুটি পিস্তল রাখেন নিজর কাছে এবং সেনা ও নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকা ব্যক্তিদের সন্দেহ করছেন। তাই পদ থেকে সরিয়ে দিচ্ছেন। প্রসঙ্গত, এর আগে গত মাসে দেশটির সেনাবাহিনীর শীর্ষ পর্যায়েও রদবদল করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct