এম মেহেদী সানি, শাসন, আপনজন: লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো । বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ৷ এদিন ওই পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার ১১৯ টি বুথের তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷ শাসন থানার অন্তর্গত স্বস্তি ভিলিজে আয়োজিত ওই সভা থেকে দলীয় কর্মী সমর্থকদের একাধিক পরামর্শ দেন তৃণমূল নেতৃত্বরা ৷ বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম বক্তব্য রাখার সময় বলেন, ‘রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডকে অনুসরণ করে এবং বসিরহাটকে নবরূপে সাজানোর চেষ্টা করব ৷ তবে লড়াই টা অনেক বড়, ভারতবর্ষ বাঁচানোর লড়াই, সম্প্রীতি বাঁচানোর লড়াই, হিন্দু মুসলিমের ঐক্য বাঁচানোর লড়াই, এই লড়াইয়ে আপনারা আমার পাশে থাকুন, আমি জয়ী হয়ে কাজের মধ্যে দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করব ৷’ সভায় উপস্থিত আঞ্চলিক এবং বুথ স্তরের তৃণমূল নেতৃত্বেরদের ভোট প্রস্তুতির কৌশল, ভোট প্রচারের কৌশল নিয়ে এবং বুথ স্তরের সংগঠনকে মজবুত করতে বিভিন্ন পরামর্শ দেন বারাসাত -২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, তৃণমূলের মহিলা নেত্রী মনোয়ারা বিবিরা ৷ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা একেএম ফারহাদ সভায় বক্তব্য রাখার সময় বলেন, ‘হাজী নুরুলের মতো জনপ্রিয় প্রার্থীকে পেয়ে বসিরহাটবাসী গর্বিত। শুধুমাত্র সময়ের অপেক্ষা তিনি বিপুল ভোটে বসিরহাট থেকে জয়ী হবে ।’ বুধবারের ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, ইফতিকার উদ্দিন, সাবিনা খাতুন, মেহেদী হাসান, সাহাবুদ্দিন আলি, শফিক আহমেদ মাদার, মান্নান আলী, মনিরুল ইসলাম মনি, আব্দুল হাই, নজিবুর, সহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সেখ হাসিবুল ইসলাম প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct