নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: বিভাগ পরবর্তী এই বাংলায় বাঙালি মুসলমানরা কিভাবে আর্থিক উন্নয়ন ঘটাতে পারবে তার পথ সন্ধান করে দিলেন ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী খাজিম আহমেদ । চাতক ফাউন্ডেশন আয়োজিত ২৪ মার্চ রবিবার অনলাইন আলোচনা সভায় তিনি এই পথ নির্দেশনার কথা তুলে ধরেন । চাতক আয়োজিত এই অনলাইন আলোচনা অর্থাৎ ওয়েবনারের সূচনা করেন চাতকের সম্পাদক শেখ মফেজুল । আলোচনার শুরুতেই শেখ মফেজুল অনলাইন আলোচনায় যোগদানকারী সকলকে আজকের আলোচ্য বিষয় উপস্থাপন করেন । আলোচ্য বিষয় ছিল “ ইসলামী অর্থনীতি, বাঙালি মুসলমান ও উন্নয়নের পথসন্ধান। এদিনের মুখ্য আলোচক খাজিম আহমেদ, বিভাগ পরবর্তী বাংলার আর্থ-সামাজিক উন্নয়ন কোন পথে সূচিত হতে পারে, রাজনৈতিক পটভূমি কেমন, ইত্যাদি বিষয়ের উপর তিনি জ্ঞান গম্ভীর আলোচনা করেন । তিনি তুলে ধরেন- এই বাংলায় বাঙালি মুসলমানদের নানা সমস্যার মধ্যেও নিজেদেরকেই আর্থিক উন্নয়নে শামিল হতে হবে । তাদের জন্য সরকার সেই ভাবে চিন্তিত নয় । তিনি বলেন, এমন কি যারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছেন, তারাও সেই ভাবে এই সমাজ বা জনগোষ্ঠীকে কোন নতুন পথের অনুসন্ধান দিতে পারছেন না। তিনি আরো বলেন, এই বাংলায় পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সুন্দরবনতক সব জেলাতেই কুটির শিল্প হিসাবে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় মুসলমান ছেলে মেয়েদেরকে সামিল করতে হবে । অর্থ না থাকলে পড়াশোনা হবে না, অর্থ না থাকলে চিকিৎসা-উন্নয়ন কোন কিছু সম্ভব হবে না। সেইজন্য নিজেদেরকে স্বনির্ভরতার জন্য উদ্যোগী হতে হবে আগে । প্রসঙ্গত তিনি উল্লেখ করেন যে, মুর্শিদাবাদ, মালদা বা দিনাজপুরে যে সম্ভাবনায় শিল্প আছে, সেই শিল্পকে নিজেদের মতো করে গড়ে তুলতে হবে, সরকারের কোন সহযোগিতা না পেলেও । যদিও এই সমাজের এক শ্রেণীর দরবারী মুসলমান নেতাদের জন্যই মুসলমান সমাজ এখনো নিমজ্জিত আছে। খাজিম আহমেদ আরো উল্লেখ করেন যে, একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের শিক্ষা প্রসার হয়েছে ঠিকই কিন্তু তাদের অর্থ বল একেবারে দুর্বল শ্রেণীর মধ্যে পড়ে। এই সমাজের কিছু মানুষ আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে ঠিকই, এদের মধ্যে কেউ কেউ শিক্ষক, অধ্যাপক, চিকিৎসা, ইঞ্জিনিয়ার থাকলেও তারা সমাজ নিয়ে কোন হবে ভাবিত নয় । তারা নিজেদের প্রতিপত্তি ও অর্থ কিভাবে রোজকার করা যায়, সেই নিয়ে তারা চিন্তিত বেশি বলে তিনি উল্লেখ করেন।আলোচনায় অংশগ্রহণ তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন বর্ধমান থেকে কবি সংগঠক মুশতারী বেগম, কবি শিক্ষিকা সামজিদা খাতুন, খন্দকার গোলাম মুর্তজা, মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ । এই ওয়েবনার্টি সুসম্পন্ন করতে তথ্যপ্রযুক্তির কাজটি পরিচালনা করেন চাতকের সোশ্যাল মিডিয়ার সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান। সবচেয়ে সকলের কল্যান ও মঙ্গল কামনা করে এই আলোচনাটি সমাপ্তি ঘোষনা করেন সঞ্চালক শেখ মফেজুল ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct