অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিদ্যালয়গুলিতে পঠন পাঠন, পরিকাঠামো, মিড ডে মিলের মান ও অন্যান্য নানা হাল-হকিকত খতিয়ে দেখতে শুরু হয়েছে পরিদর্শন। সেই মতো বুধবার বালুরঘাট সদর চক্রের অন্তর্গত যোগমায়া কিশলয় বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে যান জেলা শিক্ষা আধিকারিক (সমগ্র শিক্ষা মিশন) বিমল কৃষ্ণ গায়েন ও অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক রুহুল আমিন। উল্লেখ্য, নানা সময়েই মিড ডে মিল সম্পর্কিত খাবারের মান, এসএমএস কিংবা অ্যাপের মাধ্যমে মিড-ডে-মিল মিড ডে মিল সম্পর্কিত দৈনিক রিপোর্ট না পাঠানো, মিড ডে মিল টেস্টিং রেজিস্টার, সঠিকভাবে অ্যাকাউন্ট বুক মেইন্টেন না করার অভিযোগ ওঠে। সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতেই জোর দেওয়া হচ্ছে এই পরিদর্শনের উপরে।জানা গিয়েছে, এদিন মূলত বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেবার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নকল্পে যে সমস্ত ক্ষেত্রে মেরামতির (রিপেয়ারিং) প্রয়োজন রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে সঠিকভাবে এসএমএম ফান্ডের টাকা ব্যবহার করবার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে আধিকারিকদের তরফে।এ বিষয়ে জেলা শিক্ষা আধিকারিক (সমগ্র শিক্ষা মিশন) বিমল কৃষ্ণ গায়েন জানান, ‘বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সর্বশিক্ষা মিশনের অন্তর্গত ব্যাংক একাউন্ট, কম্পোজিট গ্রান্টের ব্যয়ের হিসাব, মিড ডে মিলের খাবারের মান ইত্যাদি নানা বিষয় খতিয়ে দেখা হয়। মোটের উপরে সব ঠিকই ছিল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct