আপনজন ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এ ঘটনার জেরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী তেল আবিবে নিযুক্ত তুর্কি উপরাষ্ট্রদূতকে তলব করার নির্দেশ দেন।ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর দাবি, গত সপ্তাহে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রচারে গিয়ে গাজায় ইসারায়েলি হামলার ও ফিলিস্তিনি নাগরিকদের হত্যার ঘটনার নিন্দা করে এ হুমকি দেন এরদোগান। নেতানিয়াহুর নাম উল্লেখ করে তিনি বলেন, তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব।এর জেরে এক্সে (সাবেক টুইটার) তুর্কি দূতকে তলব করা নিয়ে এক পোস্ট দেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাৎজ। পোস্টে তিনি এরদোগানকে উদ্দেশ করে লেখেন, আপনি সেই ব্যক্তি, যিনি শিশুদের পোড়ানো, খুনি, ধর্ষক ও হামাসের অপরাধীদের হাতে মরদেহ বিকৃত করা সমর্থন করেন। আপনিই শেষ ব্যক্তি যিনি (আবার) ঈশ্বর নিয়ে কথা বলতে পারেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আরো লেখেন, আপনার হামাস বন্ধুদের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা সমর্থন করেন, তাদের কথা শুনবেন এমন কোনো ঈশ্বর নেই। শান্ত ও লজ্জিত হোন! ইসরায়েলি মন্ত্রীর এক্স বার্তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনকু কেসেলি। তিনি বলেন, তুরস্ক সত্য কথা বলে যাবে এবং ফিলিস্তিনি জনগণের অবর্ণনীয় নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি বৈশ্বিক অ্যাজেন্ডায় নিয়ে আসবে।সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা এক পোস্টে তুর্কি মুখপাত্র আরো বলেন, ছয় মাস ধরে ইসরায়েল গাজায় যে অপরাধ চালাচ্ছে, তা আর লুকিয়ে রাখা যাবে না এবং তাকে গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct