নিজস্ব প্রতিবেদক, বালুরঘাট, আপনজন: আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন। সেদিনই বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোটাভুটি। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় দফায় মনোনয়ন জমার প্রক্রিয়া। মনোনয়ন পর্ব কে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। নমিনেশন পর্ব কে কেন্দ্র করে জেলাশাসকের দপ্তরের সামনের অংশ ব্যারিকেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। নমিনেশন পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই ব্যারিকেট থাকবে বলেও জানা গিয়েছে জেলা প্রশাসনের তরফে। বুধবার বিকেল চারটে নাগাদ জেলাশাসক বিজন কৃষ্ণ, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শুভজিৎ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ অফিসারদের উপস্থিতিতে নমিনেশন পর্বকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে গিয়ে খতিয়ে দেখেন। পাশাপাশি পরবর্তীতে চকভৃগু এলাকায় রুট মার্চে অংশ নেন তাঁরা। এ বিষয়ে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণা জানান, ‘বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের নমিনেশন। চলবে আগামী চার তারিখ পর্যন্ত। তবে শুক্রবার এবং রবিবার নমিনেশন পর্ব বন্ধ থাকবে। রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীসহ পাঁচজন সর্বাধিক নমিনেশন ফাইল দাখিল করার সময় উপস্থিত থাকতে পারবেন। আরো অন্যান্য নানা নিয়মাবলী সর্বদলীয় বৈঠকে আলোচনা করে বুঝিয়ে দেয়া হয়েছে।’ জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, বৃহস্পতিবার থেকে দ্বিতীয় পর্বের নমিনেশন শুরু হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct