নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে এবার পোস্টার পড়ল খোদ বিজেপির জেলা পার্টি অফিসে। সেখানে প্রার্থী স্বপন মজুমদার এর মাদক পাচার আইনে গ্রেফতার হওয়া থেকে শুরু করে নানা ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের কাগজের ফটোকপি পেস্ট করে পোস্টার লাগানো হয়েছে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার প্রধান কার্যালয়তেই। ফলে সকাল থেকেই বারাসাত উত্তপ্ত হয়ে উঠেছে বিজেপির গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় এলাকায় বারাসাতের বিজেপি কর্মীরা,স্বপন বহিরাগত প্রার্থী বলে প্রচার বিমুখ হয়েছেন। বুধবার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেও বক্তব্যের মধ্যে হতাশা রয়ে গেছে স্বপন মজুমদার এর মধ্যেও। তবে বাগদার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে কি কারণে বারাসাতে প্রার্থী করা হলো তা এখনো স্পষ্ট নয় বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্বের কাছে। তাই বহিরাগত প্রার্থী নিয়ে বিবাদ চরমে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct