আপনজন ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনা নাগরিক ও তাঁদের গাড়ির চালক নিহত হয়েছেন। তাঁরা দেশটিতে একটি বড় বাঁধ নির্মাণ প্রকল্পে কর্মরত। হামলায় চীনা নাগরিকদের বহনকারী গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী প্রথমে নিজের গাড়ি দিয়ে চীনা নাগরিকদের গাড়িতে ধাক্কা দেয়। এরপর তিনি বিস্ফোরণ ঘটালে গাড়িটি পার্বত্য কারাকোরাম হাইওয়ে থেকে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলের ছবিগুলোতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশাম শহরের কাছে উপত্যকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রাদেশিক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী গন্ডাপুর বলেন, হামলায় পাঁচ চীনা ও তাঁদের স্থানীয় চালক নিহত হয়েছেন। গাড়িটি চায়না গেঝুবা গ্রুপ কম্পানির নির্মাণাধীন দাসু হাইড্রোইলেকট্রিক ড্যাম সাইট ও রাজধানী ইসলামাবাদের মধ্যে যাতায়াত করছিল। পুলিশ কর্মকর্তা জাহিদ খান বলেছেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী তার গাড়ি দিয়ে তাঁদের (চীনা) গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটিতে আগুন ধরে যায় এবং খাদে পড়ে যায়।’ বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। কিন্তু চীনের অর্থায়নকৃত প্রকল্পগুলো অসন্তোষের জন্ম দিয়েছে এবং তাদের নাগরিকরা প্রায়ই সেখানে আক্রমণের শিকার হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct