আসিফ রনি, নবগ্রাম, আপনজন: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছেন নবগ্রামের মাটি কি ততই উত্তেজিত হচ্ছে ? এবার তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যকে হাসুয়ার কোপের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার কংগ্রেস নেতৃত্বের।জানা যায় মুর্শিদাবাদের নবগ্রামের মহুরুল অঞ্চলের সিঙ্গার গ্রামে বুধবার মাংসের দোকানে মাংস কিনতে আসেন পঞ্চায়েত সদস্য আসিফ ইকবাল। সেখানে পাপ্পু নামে এক যুবকের সঙ্গে বাক বিতোন্ডা শুরু হয়ে রাজনৈতিক বিতর্কে পৌঁছায়। অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রান নাসের হুমকি দেয়। এরই মাঝে মাংস কাটার হাসুয়া দিয়ে কোপ মারে আসিক ইকবালকে। এমনকি নেশাগ্রস্ত অবস্থায় ছিল পাপ্পু সেখ নামে ওই যুবক বলেও অভিযোগ। এলাকায় সে কংগ্রেসের সমর্থক হিসেবে পরিচিত বলে দাবি করেন আক্রান্ত যুবক। স্থানীয় বাসিন্দারা আশিক ইকবালকে তড়িঘড়ি নবগ্রাম হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে তার হাতে প্রায় ১৫ টি সেলাই করে চিকিৎসকেরা ।আসিক ইকবাল সিঙ্গার গ্রামের ৭৩ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের মেম্বার। খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। ছুটে আসেন নবগ্রাম থানার পুলিশ এবং গ্রেফতার করে পাপ্পু শেখ নামে ওই যুবক কে। ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।অন্যদিকে এই ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেন নবগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব গুড্ডু। তিনি বলেন এ ঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।লোকসভা নির্বাচন যত এগিয়ে আছে নবগ্রামে বাড়ছে উত্তেজনার পারদ! চলতি মাসেই কয়েকবার উদ্ধার হয়েছে বোমা। এমনকি এক ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি, এফ আই আর হয়েছে একাধিক জনের নামে। আর এবার শাসকদলেরই পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct