নিজস্ব প্রতিবেদক, আপনজন: শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উদ্যোগে বুধবার আয়োজিত হল সেমিনার ও ইফতার মজলিশ। ইফতার অর্গানাইজিং কমিটির ছাত্রছাত্রীদের তত্ত্বাধানে ড. ত্রিগুণা সেন অডিটোিরয়ামে আযোজিত সেমিনারের বিষয় ছিল ‘শান্তি ও সমৃদ্ধি: রমজান থেকে শিক্ষা’। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুযাফফার আলি। তিনি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে রমজানের মাহাত্ম্য, পবিত্রতা, শান্তি ও সম্প্রিতির বার্তা দেন। বিশেষ অতিথি হিসেবে বৌদ্ধ ধর্মের নেতা অরুণজ্যোতি ভিক্ষু “ইন্টার রিলিজিয়াস ডায়ালগ এন্ড কমিউনাল হারমোনি” নিয়ে শ্রোতাদের সমৃদ্ধ করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় সর্বধর্ম সমন্বয়ের কথা উল্লেখ করেন। অমর্ত্য সেনের প্রতীচী ইনস্টিটিউটের ন্যাশনাল কোঅর্ডিনেটর এবং “নো ইওর নেবার” এর উদ্যোক্তা সাবির আহামেদ প্রতিবেশীর উপর দায়িত্ব, শ্রদ্ধাবোধ, পরস্পরের সংস্কৃতি সম্পর্কে অবগতির কথা বলেন। সাথে সাথে রমজানে বিভিন্ন দ্রব্য-সামগ্রী কেনা-বেচার মধ্য দিয়ে ব্যবসায়ীদের আর্থিক সমৃদ্ধির কথা বলেন। অধ্যাপক ফারুক রহমান রোজার উপকারিতা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশ করেন এবং ধর্মীয় আচারের বাইরেও রমজান বিশ্বভ্রাতৃত্বের মেলবন্ধনে যে ভূমিকা রাখে তা বর্ণনা করেন। আল আমীন মিশন স্টাডি সার্কেলের ডিরেক্টর দিলদার হোসেন সিয়াম সাধনার মধ্য দিয়ে আত্মার শান্তি ও পরিশুদ্ধির কথা খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। এই সেমিনারে সভাপতিত্ব করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সদস্য হায়দার আলি। সভাপতির ভাষণে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে যাদবপুরের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান বাংলার সম্প্রীতির প্রকৃষ্ঠ উদাহরণ হয়ে থাকবে। এই সেমিনার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাহিল হালদার। কনভেনর হিসাবে ছিলেন জাহিত খান। এছাড়াও অর্গানাইজিং কমিটিতে ছিলেন অসিকুল, রাকিব, সাগির, আকবর, সিদ্দিক, নাশির, রিয়াজ, সৈকত, সেলিম, আসমিল, রেজাউল, সারওয়ার, সোহেল, তামান্না, সাদিক, আসিফ, মুরসালীম, নাজবুল, উমায়ের সহ আরও অনেক ছাত্র-ছাত্রী। সেমিনার শেষে ইফতারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আয়াতুল্লাহ ফারুক মোল্লা, সায়ীদুল ইসলাম, রাবিয়াহ সালাম, ওবায়দুর রহমান, নূর আমিন, মেবার হোসেন, হাসনাত করিম, বসিরউদ্দিন সহ আরও অনেক প্রাক্তনী। এভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেমিনার এবং ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct