জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: চুঁচুড়া বিবেকানন্দ রোডে দুর্ঘটনা ঘটল দুটি চার চাকা গাড়ির।চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তর ভাইপো রোশন বাবা গৌতম দত্তকে কলকাতার হাসপাতাল থেকে দেখে বাড়ি ফিরছিলেন। পিপুলপাতির দিক থেকে কারবালার দিকে যাচ্ছিল সেই গাড়িটি।অন্য আরেকটি গাড়ি হুগলির মোড় থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল।যে গাড়িটিতে ছিলেন আবগারি দপ্তরের চন্দননগরের সুপারেনটেনডেন্ট কৈশিক মিত্র। এইচআইটি কলেজের সামনে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আবগাড়ির গাড়ির চালক রাজু তালুকদার ঘটনায় গুরুতর আহত হন।তাকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুঁচুড়া থানার পুলিশ এবং চন্দননগর ট্রাফিক পুলিশ গিয়ে আহতকে হাসপাতালে পাঠায়।গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। আফগারি দপ্তরের অফিসার কৌশিক মিত্র জানান তিনি লক্ষ্য করেন বেশ অনেক কিছুক্ষণ ধরেই তার ড্রাইভারের নিদ্রাচ্ছন্ন চোখ, তিনি চালক রাজুকে বারবার বলেন গাড়ি সাবধানে চালাক চোখে জল ছিটালেও , চুঁচুড়ায় ঢোকার সময় ঘটে যায় এই বিপত্তি। কৌশিক বাবু জানান এইচআইটি কলেজের সামনে আসতেই যখন তিনি খেয়াল করেন তার গাড়ি বাঁ দিক ছেড়ে ডানদিকে চলে যাচ্ছে, তখন তিনি বারবার ড্রাইভারকে সাবধান করেন, কিন্তু ততক্ষণে ঘটে গেছে এই দুর্ঘটনা, ঘটনায় মোট তিনজন আহত হলেও গুরুতর আহত হয়েছেন কৌশিক মিত্রের চালক রাজু তালুকদার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct