নকীব উদ্দিন গাজী ও বাইজিদ মণ্ডল, আমতলা, আপনজন: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিরোধীরা এখনো পর্যন্ত প্রার্থী না দিলেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী , তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবারে বুথ স্তরে কর্মীদের উপরে এবারের নির্বাচনের জোর দিল, আর সেই নিয়ে মঙ্গলবার দিন ডায়মন হারবার লোকসভা কেন্দ্রের আমতলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভার নেতৃত্বদের নিয়ে একটি জরুরী বৈঠক করেন। মূলত লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা আছে সেই সাতটি বিধানসভা কে তিন দিনই ভাগ করে এই বৈঠক চলবে। আজ ডায়মন্ড হারবার ফলতা বিধানসভা দায়িত্বে থাকা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ,যেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একাধিক যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের কথা তুলে ধরে সাধারন মানুষের কাছে যেতে হবে ,তৃণমূল স্তরের কর্মীদের । বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেসের ভোট দেয় নি যে সকল বুতে তৃণমূল কংগ্রেসের হার আছে সেই সব এলাকাতে মানুষের কাছে পৌঁছাতে হবে তারা কেন তৃণমূল কংগ্রেসের থেকে মুখ সরিয়ে নিতে চাইছে। তারা কি চায় তাদের মনের কথা বুঝতে হবে পাশাপাশি এলাকার মানুষ কি উন্নয়ন করতে চাইছে সেগুলোকে নোট ডাউন করতে হবে যা আগামী দিনে সেইসব এলাকার সেই কাজগুলোকে প্রাধান্য দেয়া হবে। অঞ্চলাপতি, বুথ সভাপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যদের বিশেষ করে তাদেরকে এই নির্বাচনে বেশি বেশি করে মানুষের কাছে যাওয়ার প্রয়োজন আছে এবং যেতেই হবে এমনটাই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার বিধানসভা ও ফলতা বিধানসভার যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন গুলোকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে বলতে হবে ।আগামী ডিসেম্বর মাস থেকে আবাস যোজনার ঘরের দেওয়ার জন্য জোর দিতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা কালে যেভাবে মানুষের পাশে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই গুলোকে মানুষের কাছে তুলে ধরতে হবে হবে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ যে উন্নয়ন হয়েছে ফলতা পানীয় জলের যে সমস্যা সেগুলো মিটেছে রাস্তাঘাট পার্ক বার্ধক্য ভাতা লক্ষী ভান্ডার রাজ্য সরকারের যে উন্নয়ন সেগুলো সাধারণ মানুষের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে হবে। মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে মডেল সেই মডেলকে সামনে রেখে এবারে ভোটের বৈতরণী পার হতে চাইছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct