অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মীসভা বামেদের। বুধবার বামফ্রন্টের তরফে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আরএসপি দলের প্রার্থী জয়দেব সিদ্ধান্ত-র সমর্থনে এই কর্মীসভার আয়োজন করা হয়। কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জে প্রয়াত প্রাক্তন বিধায়ক দ্বিজেন্দ্রনাথ রায়ের বাড়িতে বামফ্রন্টের ব্লক নির্বাচনী কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহবায়ক নন্দ লাল হাজরা, সর্বাণী নিয়োগী, মোফাজ্জল হোসেন, কুমারগঞ্জ ব্লক বামফ্রন্টের আহ্বায়ক রণজিৎ কুমার তালুকদার, বিশ্বনাথ শীল ও সিপিআই নেতৃত্বের তরফে রহমান মন্ডল সহ আরো অনেকে। কর্মী সভার শেষে গোপালগঞ্জ ও কুমারগঞ্জ বাজার-এ প্রার্থীর সমর্থনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাড়ি বাড়ি ভোটের প্রচার করেন প্রার্থী। এদিনের কর্মীসভায় সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন। এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি কে আক্রমণ শানান বামফ্রন্ট মনোনীত আরএসপি দলের প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। তিনি বলেন, ‘বর্তমানে চরম একটা সংকটের জায়গা ভারতবর্ষে তৈরি হয়েছে। আমরা বিভাজনের রাজনীতি চাই না। আমরা বৈচিত্রের মধ্যে ঐক্যকে বজায় রাখতে চাই।বেকার যুবক-যুবতীদের জন্য তৃণমূল বা বিজেপি কিছু করেনি। ১৯৭৮ সালে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছিল বামফ্রন্ট। যার প্রধান ভূমিকায় ছিলেন শ্রদ্ধেয় জ্যোতি বসু। সেই সুন্দর পঞ্চায়েত ব্যবস্থাকে ২০১১ সালের পর থেকে বর্তমানে শাসক দল লুট করে খাবার ব্যবস্থা চালু করেছেন। গরিব মানুষের জন্য যে উন্নয়ন চালু করা হয়েছিল, সেই উন্নয়নকে স্থিমিত করে দেয়া হয়েছে।’ এ বিষয়ে কুমারগঞ্জ ব্লক বামফ্রন্টের আহ্বায়ক রণজিৎ কুমার তালুকদার জানান, বামফ্রন্টের তরফে বালুরঘাট লোকসভা কেন্দ্রের আরএসপি দলের প্রার্থী জয়দেব সিদ্ধান্ত-র সমর্থনে এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল। প্রায় তিন শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct