আপনজন ডেস্ক: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিও ডি জেনিরো ও এসপিরিতো সান্তোর মধ্যবর্তী স্থানে প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মার্চ) এসপিরিতো সান্তোসের রাজ্য সরকার জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে ব্রাজিলের রিও ডি জেনিরো এবং স্পিরিটো সান্টোতে এ বন্যা আঘাত হানে। স্পিরিটো সান্টোতে নিহতের সংখ্যা ৪ থেকে বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। রাতভর বৃষ্টি না থাকায় পানির পরিমান কমেছে। রিও ডি জেনিরোর প্রতিবেশীরা জানান, বন্যায় এ রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৪ জনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct