চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: সোমবার দোলের রাতের মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড দশা। খানিকটা স্বস্তি দিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় স্বস্তি ফিরিয়ে এনেছে ঠিকই। কিন্তু সুন্দরবনের বেশ কিছু গ্রাম এই ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে।এর মধ্যে অন্যতম হল জয়নগরের দলুয়াখাকি গ্রাম।দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার জয়নগর ১ নং ব্লকের বামুনগাছি পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রামের বেশ কিছু বাড়ি মাত্র কয়েক মিনিটের ঝড়ে ভেঙে পড়েছে। কোথাও আবার বাড়ির চাল উড়ে গেছে। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সুন্দরবনের এই গ্রাম। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা।মঙ্গলবারেও বিদ্যুতহীন গ্রাম।ঘটনাস্থল মঙ্গলবার পরিদর্শন করেন জয়নগর ১ নং ব্লকের জয়েন্ট বিডিও তনয় মুখার্জি সহ ডিজাস্টার টিম।স্থানীয়রা জানিয়েছেন, সেখানে হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের তাণ্ডব।হঠাৎ ওঠা দমকা বাতাসে ভেঙে পড়ে একের পর এক গাছ। উড়ে যেতে থাকে বেশ কয়েকটি বাড়ির টিনের চাল।এই প্রাকৃতিক বিপর্যয়ে চাষবাসেরও বেশ কিছুটা ক্ষতি হয়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তবে এবারে প্রাণহানির ঘটনা না ঘটলেও এমন আচমকা বিপর্যয়ে সকলেই হতচিত হয়ে পড়েছেন।দলুয়াখাকি গ্রামে হালিম নস্কর ও মাজেদা নস্করের দুটি বাড়িতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এ ব্যাপারে জয়নগর ১ নং বিডিও পূর্ণেন্দু স্যানাল বলেন,ঝড়ের ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির কাজ চলছে।আপদ কালীন ব্যবস্থা হিসাবে ত্রিপল দেওয়া হচ্ছে। মোট কত ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct