নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: ৭২ ঘণ্টার মধ্যে দলীয় পতাকা নিয়ে রাজনৈতিক রং বদলের খেলা দেখল সুন্দরবনের মানুষ। কখনো বিজেপি, কখনো আইএসএফ। উলট পূরণের ছবি দেখেছিল সন্দেশখালির মানুষ । বিজেপি কর্মীরা যেখানে মার্কেটের উপর পতাকা লাগাচ্ছে আবার কখনো আইএসএফ কর্মীরা তাদের দলীয় পতাকা লাগাচ্ছে। ৭২ ঘন্টার মধ্যে উলট পুরান। ফের বসিরহাটের শেখ শাহজাহানের মাছের আড়ত ও মার্কেটে পতপত করে উড়ছে তৃণমূলের দলীয় পতাকা। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা বলছেন, সবই রাজনীতির খেলা। ইতিমধ্যে শেখ শাহাজান, আলমগীর সহ বেশ কয়েকজন তৃণমূলের দাপুটে নেতা সিবিআই হেফাজতে।নতুন করে রাজনৈতিক অস্থিরতা যাতে না ছড়ায় কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। সন্দেশখালি জুড়ে প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। বিরোধীরা দাবি দীর্ঘ ১৩ বছর পর সেখানে পতাকা উড়েছিল বিরোধীদের। কিন্তু ফের তৃণমূলের পতাকা উড়ছে বলছেন ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। তাহলে কি সন্দেশখালির গড়ে তৃণমূল এখনো অটুট। সিবিআই গত ৭২ ঘণ্টায় দুবার জেরা করে চায়ের দোকানদার সহ একাধিক ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন কয়েকদিন বিরোধীদের দলীয় পতাকা উঠতে দেখা গিয়েছিল ।আবার দেখছি তৃণমূলের পতাকা উড়ছে। এর থেকে একটি স্পষ্ট বার্তা বহন করছে তাহলে সন্দেশখালি তৃণমূলের ওপর ফের আস্থা রাখতে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct