নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: আগামী পয়লা এপ্রিল বহরমপুরে ইউসুফ পাঠানের হয়ে ভোট প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর স্টেডিয়ামে এই সভা হবে। বহরমপুর আসনটি এবার টার্গেট তৃণমূলের। তাই সেখানে ইউসুফ পাঠান কে প্রার্থী করেছে তৃণমূল। ইতিমধ্যেই প্রচারে নেমে ঝড় তুলেছেন ইউসুফ পাঠান। পহেলা এপ্রিল প্রচারের সেই ঝড়কে সুনামিতে পরিণত করতে বহরমপুরে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এবারের লোকসভা ভোটে আগামী ৩১ মার্চ নদীয়ার ধুবুলিয়া থেকে ভোট প্রচার শুরু করবেন মমতা। এই কেন্দ্রে প্রার্থী মহুয়া মৈত্র। প্রথম থেকেই মহুয় মৈত্রের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে সরব হয়েছেন মমতা। মহুয়া ফের কৃষ্ণনগর থেকেই লড়বেন তা দলনেত্রী ঘোষণা করেছিলেন অনেকদিন আগেই। এবার তাঁর কেন্দ্র থেকেই ২০২৪ এর লোকসভার ভোট প্রচারে নামছেন তৃণমূল নেত্রী।তৃণমূল সূত্রে খবর, সাধারণত যেখানে প্রথম দফার ভোট থাকে, সেখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবে প্রথমে মনে করা হয়েছিল হয়ত উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। তবে তৃণমূল নেত্রী তা করছেন না। জানা যাচ্ছে, তৃণমূল নেত্রী বেছে নিয়েছেন মহুয়া মৈত্রের নির্বাচনী কেন্দ্র কৃষ্ণনগরকে। কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে আক্রমণের পাশাপাশি বাম-কংগ্রেস জোটকে কী বার্তা দেন, সেই দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। কারণ, মহুয়া মৈত্রকে যখন সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছিল, তখন মহুয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল বাম ও কংগ্রেস নেতৃত্বকে। এই রাজ্যে তৃণমূলের সঙ্গে বাম -কংগ্রেসের কোনও জোট হয়নি। পাশাপাশি কৃষ্ণনগর কেন্দ্রে বাম-কংগ্রেসরা আদৌ প্রার্থী দেবেন কিনা, সেই বিষয়টিও স্পষ্ট নয়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর কৃষ্ণনগরের সভা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct